লন্ডভন্ড হরিয়ানার মুখ্যমন্ত্রীর ‘কিসান মহাপঞ্চায়েত’ কর্মসূচি।
কৃষকদের আন্দোলনের জেরে ভন্ডুল হয়ে গেল হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের ‘কিসান মহাপঞ্চায়েত’। কৃষি আইনের ভাল দিকগুলি তুলে ধরতে রবিবার ওই কর্মসূচি নিয়েছিলেন মনোহরলাল। কিন্তু কৃষকদের তীব্র বিক্ষোভের মুখে পড়ে শেষমেশ ওই কর্মসূচি বাতিল করতে হয় তাঁকে। জলকামান এবং কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েও বিক্ষোভ দমাতে পারেনি পুলিশ।
রবিবার হরিয়ানার কর্নাল জেলার কাইমলা গ্রামে ‘কিসান মহাপঞ্চায়েত’-এর আয়োজন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উদ্দেশ্য ছিল, নয়া কৃষি আইনের ভাল দিকগুলি কৃষকদের সামনে তুলে ধরা। কিন্তু নয়া কৃষি আইন বাতিলের দাবিতে এ দিন কাইমলা গ্রাম লক্ষ্য করে পাল্টা মিছিল শুরু করেন কৃষকরা। সেই মিছিলকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। মিছিল হঠাতে পুলিশ জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে। গ্রামের প্রবেশ পথে তৈরি করা হয়েছিল ব্যারিকেডও। কিন্তু তাতেও কৃষকদের রোখা যায়নি।
মুখ্যমন্ত্রী সভাস্থলে পৌঁছনর আগেই সেখানে প্রবেশ করে কর্মসূচি বানচাল করে দেন কৃষকরা। তাঁর মঞ্চের একাংশ ভেঙে দেন। ভেঙে দেন চেয়ার, টেবল এবং মঞ্চ সাজানোর জন্য আনা ফুলের টব। তছনছ হয়ে যায় সভাস্থল। এর পর ‘কিসান মহাপঞ্চায়েত’ কর্মসূচিতে যোগ দেওয়ার ‘ঝুঁকি’ নেননি খট্টর। শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়।
আরও পড়ুন: গড়াপেটা রুখতে জুয়াড়িদের ছবি দেখানো হচ্ছে জো রুটদের, শ্রীলঙ্কায় খেলা নিয়ে বাড়তি সতর্ক আইসিসি
আরও পড়ুন: চাকরি না পেয়ে হোম ডেলিভারি শিক্ষিত ছেলের, অবসাদে আত্মঘাতী হলেন বৃদ্ধ দম্পতি?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy