গোদাবরীর চৌকিদার চন্দ্রকিশোর। ছবি: টুইটার থেকে নেওয়া।
নদী দূষণ সারা বছরেরই সমস্যা। কিন্তু ভারতে সেটা আরও বেড়ে যায় উৎসবের সময়। সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন নদীগুলিকে দূষণের হাত থেকে বাঁচাতে উদ্যোগ নেয়। সচেতনতা বাড়াতে প্রচার করেন। কিন্তু ব্যক্তি উদ্যোগের এমন নজির খুব কমই দেখা যায়। নাসিকের চন্দ্রকিশোর পটেল গোদাবরীকে বাঁচানোর লড়াইকে জীবনের ব্রত করে ফেলেছেন। তাঁর কাহিনি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
স্বেতা বদ্দু নামে ভারতীয় বন বিভাগের এক কর্মী শনিবার দু’টি ছবি পোস্ট করেছেন তাঁর টুইটার হ্যান্ডলে। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি গোদাবরীর উপরে একটি সেতুতে দাঁড়িয়ে রয়েছেন। আর তাঁর পাশে সারি সারি প্লাস্টিকের প্যাকেট।
প্লাস্টিকের প্যাকেটগুলিতে রয়েছে ফুল বেলপাতা-সহ অন্যান্য সেই সব সামগ্রী যেগুলি পুজোর পর জলে ফেলে দেওয়া হয়। সেতুর উপর দাঁড়িয়ে থাকা ব্যক্তির নাম চন্দ্রকিশোর পটেল। তিনি নাকি শনিবার সারাদিন এ ভাবে নাসিকের ইন্দিরানগরে গোদাবরী নদীর সেতুতে দাঁড়িয়েছিলেন। আসলে নদী পাহারা দিচ্ছিলেন। নদীতে যাতে কেউ কিছু না ফেলেন সে দিকে ছিল কড়া নজর। পুজোর সামগ্রী নদীতে ফেলতে আসা ব্যক্তিদের বারণ করেন। বোঝান, নদীতে এগুলি ফেললে দূষণ বাড়তে থাকবে।
আরও পড়ুন: বৃদ্ধের চোখে ২০টি জ্যান্ত কৃমি, অবাক চিকিৎসকরাও
আরও পড়ুন: নদীতে ঘুরে বেড়াচ্ছে ৫০ ফুটের অ্যানাকোন্ডা, ভাইরাল ভিডিয়োর আসল রহস্য জানুন
সারাদিন চন্দ্রকিশোর একটি হুইসেল বাজিয়ে মানুষকে সচেতন করতে থাকেন। আর তার ফলও মেলে। ছবিতেই দেখা যাচ্ছে ব্রিজের রেলিংয়ের গায়ে অজস্র এমন প্লাস্টিকের প্যাকেট জমা রয়েছে। এগুলি নদীতে ফেলা হলে তা থেকে কতটা দূষণ ছড়াত তা প্যাকেটের পরিমাণ দেখে সহজেই বোঝা যাচ্ছে। তবে এটাই প্রথমবার নয়, গত পাঁচ বছর ধরে তিনি নিয়মিত এই কাজ করে চলেছেন। গোদাবরীকে দূষণের হাত থেকে বাঁচানোই তাঁর লক্ষ্য।
I saw this man stand on this road entire day with a whistle in hand to stop people from throwing Dussehra 'holy waste' in #Plastic bags into Godavari @Nashik
— Swetha Boddu, IFS (@swethaboddu) October 31, 2020
Dear Mr Patil, Respect! pic.twitter.com/Q3hj5ggP5v
মাত্র এক জন মানুষের এমন প্রচেষ্টার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার পর তা ভাইরাল হতে সময় নেয়নি। প্রচুর নেটাগরিক চন্দ্রকিশোরের এই প্রচেষ্টার প্রশংসা করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy