Advertisement
০২ নভেম্বর ২০২৪
National News

থাকছে ৩১ প্রশ্ন, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে হবে এ বারের জনগণনা, জেনে নিন কী ভাবে

এত দিন খাতায় কলমে জনগণনা হয়ে থাকলেও এ বার জনগণনা হবে পুরোপুরি প্রযুক্তি নির্ভর।

আগামী ১ এপ্রিল থেকে জনগণনা শুরু হবে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ছবি: সংগৃহীত।

আগামী ১ এপ্রিল থেকে জনগণনা শুরু হবে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা 
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ০১:২০
Share: Save:

জনগণনায় এ বার গৃহকর্তা বা কর্ত্রীর মোবাইল নম্বর দিতে হবে। এ ছাড়াও জানাতে হবে বাড়ির জল সরবরাহ, বাথরুম, ইন্টারনেট সংযোগ, গাড়ি-সহ ৩১টি তথ্য। রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে জনগণনা শুরু হবে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

এত দিন খাতায় কলমে জনগণনা হয়ে থাকলেও এ বার তা হবে পুরোপুরি প্রযুক্তি নির্ভর। তথ্য সংগ্রহের প্রক্রিয়া হবে মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি পরিবারের কাছে জনগণনার সময় জানতে চাওয়া হবে তাদের টেলিফোন, মোবাইল ফোন, স্মার্ট ফোন, সাইকেল, মোটরসাইকেল, চার চাকার গাড়ি, রেডিয়ো, টেলিভিশন রয়েছে কি না। পরিবারের সদস্যেরা ল্যাপটপ, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করেন কি না, তা-ও জানতে চাওয়া হবে। ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, জনগণনা সংক্রান্ত বিষয় যাচাইয়ের জন্য মোবাইল নম্বর নেওয়া হবে। এ ছাড়া অন্য কারণ নেই।

অন্য বিষয়গুলি:

Census
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE