জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং শিবরাজ সিংহ চৌহান— ফাইল চিত্র।
মন্ত্রিসভার সম্প্রসারণে নাকি উপেক্ষিত খোদ মুখ্যমন্ত্রী! বৃহস্পতিবার মধ্যপ্রদেশে শিবরাজ সিংহ চৌহানের মন্ত্রসভায় নয়া ২৮ মন্ত্রীর শপথগ্রহণের পরে এমনই জল্পনা রাজ্য বিজেপির অন্দরে। নয়া মন্ত্রীদের বড় অংশই দলত্যাগী কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগামী। তা ছাড়া, জ্যোতিরাদিত্যের পিসি তথা রাজ্য বিজেপির প্রভাবশালী নেত্রী যশোধরা রাজে সিন্ধিয়াও মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন।
প্রকাশিত একটি খবরে দাবি, নয়া মন্ত্রিসভায় নিজের পছন্দসই বিধায়কদের ঠাঁই দেওয়ার চেষ্টা করেছিলেন শিবরাজ। কিন্তু বিজেপি শীর্ষনেতৃত্বের ‘বার্তা’ পেয়ে তাঁকে পিছু হটতে হয়। শিবরাজ বুধবার রাতে তাঁর ঘনিষ্ঠদের সামনেই তাই হতাশা প্রকাশ করে বলেন, ‘‘সমুদ্র মন্থনে শুধু অমৃতই মিলবে। বিষটুকু তো ‘শিব’ গিলে নেবেন।’’
এদিন শপথ নেওয়া ২৮ মন্ত্রীর মধ্যে রয়েছেন ১৬ জন বিজেপি বিধায়ক এবং বিজেপিতে যোগ দেওয়া ১২ জন পদত্যাগী কংগ্রেস বিধায়ক। এঁদের মধ্যে ৯ জন গত মার্চে জ্যোতিরাদিত্যের ‘বিদ্রোহে’ সামিল হয়ে কংগ্রেস ছেড়েছিলেন। এদিন সকাল ১১টায় ভোপালের রাজভবনে শুরু হয় শিবরাজ মন্ত্রিসভার দ্বিতীয় সম্প্রসারণ পর্ব। ভারপ্রাপ্ত রাজ্যপাল আনন্দীবেন পটেল একে একে ২০ পূর্ণমন্ত্রী এবং ৮ জন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি হাজির ছিলেন সিন্ধিয়াও।
আরও পড়ুন: কোভিডে ফুলেফেঁপে উঠছে জামতাড়া গ্যাং, দেশ জুড়ে ২০০ কোটির প্রতারণা
কমল নাথের নেতৃত্বাধীন পূর্বতন কংগ্রেস মন্ত্রিসভার সদস্য প্রদ্যুম্ন সিংহ তোমর, মহেন্দ্র সিং সিসৌদিয়া, প্রভুরাম চৌধুরী এবং ইমারতী দেবী এদিন জ্যোতিরাদিত্যের ‘সৌজন্যে’ পূর্ণমন্ত্রী হয়েছেন। গোপাল ভার্গব, বিজয় শাহ, ভূপেন্দ্র সিংহের মতো রাজ্য বিজেপির প্রথম সারির নেতারাও মন্ত্রী হয়েছেন।
আরও পড়ুন: শেষ পাঁচ দিনে সংক্রমিত লক্ষাধিক! বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও
জ্যোতিরাদিত্য অনুগামী ২২ কংগ্রেস বিধায়কের ইস্তফার জেরে কমল নাথ সরকার পতন হওয়ার পর গত ২৩ মার্চ চতুর্থবারের জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন শিবরাজ। এরপর গত ২১ এপ্রিল প্রথম সম্প্রসারণে পাঁচ মন্ত্রী শপথ নিয়েছিলেন। এঁদের মধ্যেও ছিলেন দুই জ্যোতিরাদিত্য অনুগামী দলছুট কংগ্রেস বিধায়ক— তুলসী শিলাওয়াত ও গোবিন্দ সিংহ রাজপুত। এঁরা দুজনেও কমল নাথ মন্ত্রিসভার সদস্য ছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy