সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে বিরাট অনুরাগীদের জানিয়েছেন যে, তিনি তাঁর নতুন ফোনটি হারিয়ে ফেলেছেন। ছবি: সংগৃহীত।
বিড়ম্বনায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে বিরাট অনুরাগীদের জানিয়েছেন যে, তিনি তাঁর নতুন ফোনটি হারিয়ে ফেলেছেন। বিরাট টুইটারে লিখেছেন, ‘‘বাক্স থেকে ফোন বার করার আগেই সেটি যদি হারিয়ে যায়, তা হলে তার চেয়ে বেশি দুঃখের আর কিছুই হয় না।’’
বিরাট টুইট করার সঙ্গে সঙ্গেই নেটিজ়েনদের মধ্যে এই নিয়ে নানা মন্তব্য শুরু হয়ে যায়। পিছিয়ে নেই খাদ্য সরবরাহকারী সংস্থা জ়োম্যাটোও। এই পরিস্থিতিতে বিরাটের ঠিক কী করা উচিত, তার হদিস দিয়েছে তারা। বিরাটের টুইটের পাল্টা জবাব দিয়েছে জ়োম্যাটো। সংস্থার তরফে টুইট করে বলা হয়েছে, ‘‘যদি আপনার কষ্ট হয়, তা হলে এই পরিস্থিতিতে আপনি বৌদির (অনুষ্কা শর্মা) ফোন থেকে আইসক্রিমের বরাতটা দিতে পারেন।’’
Nothing beats the sad feeling of losing your new phone without even unboxing it Has anyone seen it?
— Virat Kohli (@imVkohli) February 7, 2023
feel free to order ice cream from bhabhi's phone if that will help
— zomato (@zomato) February 7, 2023
এই টুইটটি ভাইরাল হওয়ার পর নেটিজ়েনদের মধ্যে চর্চার শেষ নেই। কেউ কেউ বিরাটের এই ক্ষতি নিয়ে বেশ চিন্তিত। কেউ আবার এই টুইটবার্তা নিয়ে মশকরা করতেও ছাড়েননি। এক জন লিখেছেন, ‘‘বৌদি যদি সুইগি ব্যবহার করেন তা হলে কী হবে?’’ আর এক জন লিখেছেন, ‘‘জ়োম্যাটো সংস্থাটি ব্যবসা বেশ ভালই বোঝে। কোন পরিস্থিতি নিজের সংস্থার প্রচার করলে লাভজনক হবে সেই বুদ্ধিটা বেশ ভালই আছে জ়োম্যাটোর!’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy