Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Chocolate

World Chocolate Day: আপনার অত্যন্ত পছন্দের, কিন্তু জানেন কি পোষ্যের জন্য এই চকোলেটই বিষ?

ভুলেও আপনার পছন্দের চকোলেট পোষ্য কুকুরকে খাওয়াবেন না। কারণ সুস্বাদু এই খাবারটি ওর জন্য মারাত্মক ক্ষতিকারক।

চকোলেট ওর জন্য ক্ষতিকারক।

চকোলেট ওর জন্য ক্ষতিকারক। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২১ ১৮:২২
Share: Save:

আপনি আপনার পোষ্যকে প্রচণ্ড ভালবাসেন। সেই কারণেই নিজের অতি পছন্দের খাবারটাও ওর সঙ্গে ভাগ করে নিতে চান। কিন্তু ভুলেও আপনার পছন্দের চকোলেট পোষ্য কুকুরকে খাওয়াবেন না। কারণ সুস্বাদু এই খাবারটি ওর জন্য মারাত্মক ক্ষতিকারক।

কেন কুকুরকে চকোলেট দিতে নেই?

চকোলেটে দু’টি উপাদান থাকে। থিয়োব্রোমাইন এবং ক্যাফিন। এই দুই উপাদানই কুকুরের জন্য প্রচণ্ড বিষাক্ত। এই দুই উপাদান মানুষ সহজেই হজম করতে পারে। কিন্তু কুকুর পারে না। তাই এটি কুকুরের শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করে। ওদের রক্তের ঘনত্ব কমে যায়, হৃদযন্ত্রের গোলযোগ শুরু হয়।

এ ক্ষেত্রে মনে রাখা দরকার, চকোলেট যত কালো, কুকুরের শরীরে তার বিষক্রিয়া তত বেশি।

চকোলেট থেকে সাবধান!

চকোলেট থেকে সাবধান!

কী কী দেখে বুঝবেন চকোলেটের কারণে কুকুরের বিষক্রিয়া হয়েছে কি না? সাধারণত চকোলেট থেকে বিষক্রিয়া হলে কুকুর বমি করতে শুরু করে, জলপিপাসা বেড়ে যায় এবং ঘনঘন মূত্র ত্যাগ করতে থাকে কুকুর।

এ রকম অবস্থা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ চিকিৎসায় দেরি হলে কুকুরের প্রাণহানীর আশঙ্কাও থাকে।

অন্য বিষয়গুলি:

Chocolate Pets
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE