তবু সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করার লড়াই চালিয়ে যাচ্ছেন দলিত কন্যারা। আজ থেকে নয়। এগিয়ে আসার চেষ্টা চলছে বহু যুগ ধরে। লড়াইটি কঠিন। তবে সাফল্যও পেয়েছেন কেউ কেউ। যেমন ঊনবিংশ শতকে সাবিত্রীবাঈ ফুলের চেষ্টায় নারী শিক্ষার কাজ এগিয়েছে অনেক দূর। আবার এ সময়ে মায়াবতী কিংবা মীরা কুমারের নাম জানেন না, এমন কম ভারতীয়ই আছেন। এমন আরও বহু নারী এগিয়ে এসেছেন সমাজের নানা বাধা জয় করে। পাশে দাঁড়াচ্ছেন অন্যদের, যাঁদের লড়াই কঠিনতর। নারী দিবসে তেমনই কয়েক জন ‘দলিত’ নারীর কাজের কথা জেনে নেওয়া যাক।