সানস্ক্রিন নিয়ে গবেষণার অন্ত নেই। অন্যান্য প্রসাধনীর তুলনায় ত্বকচর্চার ক্ষেত্রে সানস্ক্রিনের গুরুত্ব সবচেয়ে বেশি। সানস্ক্রিন যে কেবল ত্বককে রোদে পুড়ে যাওয়া থেকে রক্ষা করে, তা নয়। ত্বকের ক্যানসার প্রতিরোধেও এটির ভূমিকা অনস্বীকার্য।
তবে এর পরেও সানস্ক্রিনে ভরসা না রেখে নানা রকম বিকল্প আবিষ্কারের প্রচেষ্টা চলছে বিশ্ব জুড়ে, যা কি না সূর্যালোক থেকে ত্বককে রক্ষা করে। সেই তালিকায় নতুন সংযোজন, এমন এক ধরনের সানস্ক্রিন, যা পান করা যায়। ‘পানযোগ্য সানস্ক্রিন’ হিসাবে বাজারজাত করা হয়েছে সেটিকে। ভারতের বাজারেও এখন পাওয়া যাচ্ছে এই পণ্যটি।
দেখা গিয়েছে, এই পণ্যগুলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ভিটামিন রয়েছে, যা সূর্যের প্রভাব থেকে কিছুটা সুরক্ষা প্রদান করতে পারলেও শরীরকে অতিবেগনি রশ্মি থেকে রক্ষা করতে পারে না।

সানস্ক্রিন নিয়ে গবেষণার অন্ত নেই। অন্যান্য প্রসাধনীর তুলনায় ত্বকচর্চার ক্ষেত্রে সানস্ক্রিনের গুরুত্ব সবচেয়ে বেশি। ছবি: সংগৃহীত।
পানযোগ্য সানস্ক্রিন কী?
কায়া লিমিটেডের চর্মরোগ চিকিৎসক বিনতা শেট্টি জানালেন, এই ধরনের সানস্ক্রিন আসলে ওরাল সাপ্লিমেন্ট। শরীর যাতে ভিতর থেকে অতিবেগনি রশ্মির ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে পারে, সেই উদ্দেশ্যে বানানো হয়েছে। এই সানস্ক্রিন দু'টি রূপে পাওয়া যায়। একটি ট্যাবলেট, যেগুলিকে 'ওরাল সানস্ক্রিন' বলা হয় এবং এর উপাদানগুলি সম্পূর্ণ রূপে প্রাকৃতিক নয়। অন্যটি স্যাশের মাধ্যমে বিক্রি হয়। এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এটিই পানীয় হিসেবেই বাজারে আনা হয়েছে।
বিনতার মতে, এই সাপ্লিমেন্টগুলি সাধারণত সানস্ক্রিনের বিকল্প হিসেবে বাজারজাত করা হয়। এতে অ্যান্টিঅক্সিড্যান্ট, উদ্ভিদের নির্যাস থাকে। কোনওটিতে আবার অতিবেগনি রশ্মিকে ছেঁকে বার করে দেওয়ার মতো যৌগও থাকে। সূর্যের সংস্পর্শে ত্বকের ক্ষতি কমাতে পারে বলে দাবি করে এই ধরনের সানস্ক্রিন। এই সানস্ক্রিনগুলি বেশ দামি। ৩০টির প্যাকের মূল্য ২০০০-৩,০০০ টাকা।
আরও পড়ুন:
মুম্বইয়ের অ্যামব্রোসিয়া এস্থেটিক্সের প্রতিষ্ঠাতা এবং চর্মরোগ চিকিৎসক নিকিতা সোনাভানে জানান, সাধারণ মুখে মাখার সানস্ক্রিনের মতো এই সাপ্লিমেন্টগুলি ত্বকে অতিবেগনি রশ্মি প্রবেশে বাধা দেয় না। তবে এতে এমন কিছু উপাদান রয়েছে, যা সূর্যের সংস্পর্শে ত্বকের যে ক্ষতি হয়, তাকে রোধ করতে পারে।
বিনতার মতে, পানযোগ্য সানস্ক্রিন কখনওই সাধারণ সানস্ক্রিনের বিকল্প নয়। তা ত্বকের ক্ষতি কমাতে সাহায্য করতে পারে বটে, কিন্তু এসপিএফ যুক্ত ক্রিমের মতো একই ভাবে সরাসরি সুরক্ষা দিতে পারে না।
নিকিতা বলেন, ‘‘রোদে পোড়া বা ত্বকের ক্যানসার প্রতিরোধ করতে পারে না এগুলি। শুধু পানযোগ্য সানস্ক্রিনের উপর নির্ভর করে থাকলে আপনার ত্বক কিন্তু পুরোপুরি সুরক্ষিত থাকবে না। বাহ্যিক স্তরে সানস্ক্রিন ব্যবহার একান্ত প্রয়োজন।’’