করোনা হলে কী নিয়ম মানা হবে, তা নিয়ে অনেক কথাই হচ্ছে। তবে দিন দিন করোনা পরিস্থিতি যত কঠিন হচ্ছে, ততই খেয়াল রাখতে হবে আরও অনেক দিকে। যেমন একটুও যদি আশঙ্কা হয় সংক্রমিত হয়েছেন ভেবে, তবে সঙ্গে সঙ্গে পরিবারের বাকিদের সঙ্গে দূরত্ব বজায় রাখা শুরু করতে হবে। করোনা পরীক্ষারও আগে শুরু হবে নিভৃতবাস। বলাই বাহুল্য, অফিস কিংবা দোকানে যাওয়া বন্ধ করতে হবে, নিজের শারীরিক অবস্থা নিয়ে সামান্য সন্দেহ হওয়া মাত্রই।
সঙ্গে বেশ কিছু জিনিস করা যাবে না। যেমন—
- করোনা পরীক্ষা না করিয়ে বাড়িতে স্বাভাবিক জীবন যাপন করেন না
- চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজেই নিজের চিকিৎসা চালানোর চেষ্টা করবেন না
- পরিবারের কারও সংস্পর্শে আসবে না
- বাইরে বেরোবেন না
- বিশেষ প্রয়োজন ছাড়া বাড়িতে কাউকে আসতে দেবেন না
- খুব দরকার না হলে হাসপাতাল কিংবা চিকিৎসা কেন্দ্রে যাবেন না
- নিজের ব্যবহার করা বাসন পরিবারের কাউকে ধরতে দেবেন না
- চিকিৎসক অনুমতি না দেওয়া পর্যন্ত স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টাও করবেন না