অ্যাপ্ল সিডার ভিনিগার। ছবি: সংগৃহীত
অতিরিক্ত মেদ ঝরাতে গেলে কী কী খাবেন, এর তালিকায় অনেক সময়ই অ্যাপ্ল সিডার ভিনিগারের নাম পেয়ে থাকেন। কিন্তু ওজন কমানোর জন্য অ্যাপ্ল সিডার ভিনিগার খাওয়া আপনার শরীরের জন্য উপকারী কি না সেটাও দেখার। অ্যাপ্ল সিডার ভিনিগার খাওয়া যেমন শরীরের জন্য উপকারী, কিন্তু এর কিছু ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। এটা যদি আপনার শরীরের উপযোগী না হয়, তা সত্ত্বেও আপনি খেয়ে যান কিংবা বেশি পরিমাণে খান তাহলে সমস্যা দেখা দিতে পারে।
অ্যাপ্ল সিডার ভিনিগার খেলেই কি ওজন কমবে?
আসলে এই ভাবে ওজন কমানোর কোনও চটজলদি পন্থা হয় না। বিশেষজ্ঞদের মতে ওজন কম হওয়া মানে শরীরে হরমোনের সাম্য ঠিক হওয়া। এই পুরো প্রক্রিয়াটাই নির্ভর করে আপনি কী ধরনের জীবনযাপন করছেন, কী খাবার খাচ্ছেন বা নিয়মমতো শরীরচর্চা করছেন কি না। এগুলি ঠিক মতো করলে শরীরে ঘুম ঠিক মতো হবে এবং মানসিক চাপও কমবে। কাজেই অ্যাপ্ল সিডার ভিনিগার খেলেই যে ওজন কমবে এমন না। তবে এই সব নিয়ম মানার পাশাপাশি যদি অ্যাপ্ল সিডার ভিনিগার খান তা হলে ওজন কম হতে পারে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং বদহজমের সমস্যাও মিটতে পারে।
কাদের জন্য উপকারী অ্যাপ্ল সিডার ভিনিগার?
যাঁদের পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ কম থাকে, তাঁরা যদি এটা খান, তা হলে পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাবে এবং তা হজমে সহায়তা করবে। কিন্তু যাঁদের বদহজমের সমস্যা রয়েছে তাঁদের অ্যাপ্ল সিডার ভিনিগার খাওয়া উচিত নয়। কোনও ভারী খাবার খাওয়ার ৪৫ মিনিট আগে ও পরে এটি খেলে যদি পেট ফাঁপা কমায়, তা হলে আপনি এটা খেতে পারেন। না হলে খাবেন না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy