কেন বাড়ছে ওজন? ছবি: সংগৃহীত
আগে একটা বয়সের আগে সাধারণত শরীরে মেদ জমত না। কিন্তু এখন তিরিশের কোঠায় পৌঁছনোর আগেই মেয়েদের শরীরে দেখা দিচ্ছে মেদের বাহুল্য। সময়ে মেদ না কমালে এর থেকে হতে পারে ওবেসিটিও। আসলে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাত্রাতেও এসেছে আমূল পরিবর্তন। এমনকি বদলে গিয়েছে আমাদের খাবার খাওয়ার অভ্যেসও! এই সব কারণেই কি কম বয়সেই ওজন বাড়ছে মেয়েদের?
প্রাতরাশ না করা
অনেকেই বেলা পর্যন্ত ঘুমোন, তাই বেশির ভাগ দিনই প্রাতরাশ করেন না। নিয়মিত যদি এই অভ্যাস বজায় রাখেন, তা হলে কিন্তু মোটা হওয়ার আশঙ্কা থাকে।
তেল মশলাদার খাবার খাওয়া
চানাচুর, চপ, বিরিয়ানি, কাবাব, চাউমিন—এ সব না খেয়ে থাকতে পারেন না! এই সব কারণেও কিন্তু ওজন বাড়ছে। এ ছাড়া অতিমারির পর শারীরিক পরিশ্রমও কমে গিয়েছে। তার উপর এই সব খাবার খেলে ওজন তো বাড়বেই।
ক্যাবনির্ভর যাতায়াত
অতিমারির ফলে বেশির ভাগই ট্রেনে-বাসে যাতায়াত ভুলেছেন। কমেছে হাঁটাহাঁটির অভ্যাসও। একান্তই কোথাও যাওয়ার দরকার পড়লে বেড়েছে ক্যাবনির্ভরতা। এটাও কিন্তু ওজন বাড়ার একটি আবশ্যিক কারণ।
রাত জাগা
গভীর রাত অবধি জেগে বেলা করে ঘুমোনো, বেশির ভাগই কিন্তু এই রুটিনটাতেই অভ্যস্ত। ফলে রাতের খাবার খেতেও দেরি হয়। গবেষণা বলছে, রাতের খাবার দেরি করে খেলে ও গভীর রাত অবধি জাগলে ওজন বেড়ে যায়।
হরমোনের সমস্যা
অনেকেরই হয়তো দেখা যাবে এক বছরের মধ্যেই খুব বেশি ওজন বেড়ে গিয়েছে। খাবারদাবার নিয়ন্ত্রণ করেও সমস্যা কমছে না। সেক্ষেত্রে হতেই পারে হরমোনের সমস্যা দেখা দিয়েছে। এরকম মনে হলে চিকিৎসকের পরামর্শ নিন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy