Advertisement
০২ নভেম্বর ২০২৪
Horror Film

ভয়ের সিনেমা দেখলে কমতে পারে ওজন, বলছে হালের সমীক্ষা

ভয়ের সিনেমা দেখলে সাধারণত মানুষের হৃদযন্ত্রের গতি বেড়ে যায়। বাড়ে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগের পরিমাণও।

সিনেমা দেখে ভয় পেলে ওজন কমতে পারে কি?

সিনেমা দেখে ভয় পেলে ওজন কমতে পারে কি? ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০২১ ১৯:৩৫
Share: Save:

রোগা হতে চান? অনেকটা ক্যালোরি কমাতে চান? এন্তার ভয়ের সিনেমা দেখুন। ওজন কমানোর এমন সহজ রাস্তা বাতলে দিল হালের এক গবেষণা।

সম্প্রতি ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মাথায় নতুন এক পরিকল্পনা আসে। ভয়ের সিনেমা দেখলে সাধারণত মানুষের হৃদযন্ত্রের গতি বেড়ে যায়। বাড়ে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগের পরিমাণও। হিসেব অনুযায়ী তা হলে ভয়ের সিনেমা দেখলে ক্যালোরি ঝরারও কথা।

সেই কথা মাথায় রেখে বহু দর্শককে একা একা বেশ কয়েকটি ভয়ের ছবি দেখতে দেওয়া হয়। এবং পরীক্ষার ফলটিও আশানুরূপ। দেখা গিয়েছে এর ফলে ক্যালোরি ঝরেছে প্রত্যেকেরই। স্ট্যানলি কুব্রিক পরিচালিত ‘দ্য শাইনিং’ দেখে সবচেয়ে বেশি মাত্রায় ক্যালোরি ঝরেছে প্রত্যেকের। সর্বোচ্চ ১৮৪ ক্যালোরি পর্যন্ত ঝরিয়ে দিতে পেরেছে এই সিনেমা। কোন কোন সিনেমায় কতটা করে ক্যালোরি কমেছে রইল তার তালিকা।

  • দ্য শাইনিং: ১৮৪ ক্যালোরি
  • জস: ১৬১ ক্যালোরি
  • দ্য এগজরসিস্ট: ১৫৮ ক্যালোরি
  • এলিয়েন: ১৫২ ক্যালোরি
  • স’: ১৩৩ ক্যালোরি
  • আ নাইটমেয়ার অন এলম স্ট্রিট: ১১৮ ক্যালোরি
  • প্যারানর্মাল অ্যাক্টিভিটি: ১১১ ক্যালোরি
  • দ্য ব্লেয়ার উইচ প্রোজেক্ট: ১০৭ ক্যালোরি
  • দ্য টেক্সাস চেন স’ ম্যাসাকার: ১০৫ ক্যালোরি

যেহেতু পুরো সমীক্ষাটিই চালানো হয়েছে ইংল্যান্ডে তাই শুধুমাত্র ইংরেজি ভাষার ভয়ের ছবি নিয়েই সমীক্ষাটি সম্ভব হয়েছে। এ সব ছবি তো বটেই, ঘরে বসে ওজন কমাতে চাইলে নির্দ্বিধায় দেখে ফেলুন যে কোনও ভয়ের ছবি। ভয় পেলেই ঝরবে ক্যালোরি। কমবে ওজন।

অন্য বিষয়গুলি:

Weight Loss Calory Horror Film
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE