সিনেমা দেখে ভয় পেলে ওজন কমতে পারে কি? ছবি: সংগৃহীত
রোগা হতে চান? অনেকটা ক্যালোরি কমাতে চান? এন্তার ভয়ের সিনেমা দেখুন। ওজন কমানোর এমন সহজ রাস্তা বাতলে দিল হালের এক গবেষণা।
সম্প্রতি ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মাথায় নতুন এক পরিকল্পনা আসে। ভয়ের সিনেমা দেখলে সাধারণত মানুষের হৃদযন্ত্রের গতি বেড়ে যায়। বাড়ে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগের পরিমাণও। হিসেব অনুযায়ী তা হলে ভয়ের সিনেমা দেখলে ক্যালোরি ঝরারও কথা।
সেই কথা মাথায় রেখে বহু দর্শককে একা একা বেশ কয়েকটি ভয়ের ছবি দেখতে দেওয়া হয়। এবং পরীক্ষার ফলটিও আশানুরূপ। দেখা গিয়েছে এর ফলে ক্যালোরি ঝরেছে প্রত্যেকেরই। স্ট্যানলি কুব্রিক পরিচালিত ‘দ্য শাইনিং’ দেখে সবচেয়ে বেশি মাত্রায় ক্যালোরি ঝরেছে প্রত্যেকের। সর্বোচ্চ ১৮৪ ক্যালোরি পর্যন্ত ঝরিয়ে দিতে পেরেছে এই সিনেমা। কোন কোন সিনেমায় কতটা করে ক্যালোরি কমেছে রইল তার তালিকা।
যেহেতু পুরো সমীক্ষাটিই চালানো হয়েছে ইংল্যান্ডে তাই শুধুমাত্র ইংরেজি ভাষার ভয়ের ছবি নিয়েই সমীক্ষাটি সম্ভব হয়েছে। এ সব ছবি তো বটেই, ঘরে বসে ওজন কমাতে চাইলে নির্দ্বিধায় দেখে ফেলুন যে কোনও ভয়ের ছবি। ভয় পেলেই ঝরবে ক্যালোরি। কমবে ওজন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy