খুশকি একবারে যায় না। যতই দামি শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করুন না কেন, সাময়িক ভাবে সমস্যা দূর হলেও, কিছুদিন পরে ফের খুশকিতে মাথা ভরে যায়। 'ইন্ডিয়ান জার্নাল অফ ডার্মাটোলজি'-তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, খুশকি হলে একরকম ‘স্ক্যাল্প ডিজ়অর্ডার’। এটি দেখা দিতে থাকলেই, মাথার ত্বকের পিএইচের ভারসাম্য নষ্ট হয়, ফলে চুলকানি শুরু হয়। কেবল শ্যাম্পুতে খুশকি পাকাপাকি ভাবে দূর হবে না। এর জন্য একটি বিশেষ তেল মাখতে হবে।
কেন হয় খুশকি?
মাথার ত্বকে আর্দ্রতার অভাব হলে তা অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। ত্বকের মৃতকোষ ঝরতে শুরু করে। সেইসব শুষ্ক কোষগুলিতেই মাথা ভরে যায়। মাথার ত্বকের একটি বিশেষ কোষ থেকেই খুশকি তৈরি হয়, যাকে বলে কেরাটিনোসাইট। অনেক সময়ে দেখা যায়, মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে গেলেও খুশকি হয়। ‘ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চ’-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, তৈলাক্ত ত্বকে এক ধরনের ছত্রাক জন্মায় যার থেকে খুশকি তৈরি হয়। এই ছত্রাকের কারণে মাথার ত্বকে র্যাশও হতে পারে।
আরও পড়ুন:
খুশকি দূর করতে হলে একটি বিশেষ তেল ব্যবহার করতে হবে। সেটি বাড়িতেই তৈরি করা যাবে। কী ভাবে করবেন জেনে নিন।
উপকরণ
এক কাপ তিসির তেল
এক কাপ নারকেল তেল
৮-৯টি নিম পাতা
১টি গোটা আমলকি কুচিয়ে নেওয়া
১ চা চামচ মেথির দানা
আধ কাপের মতো গোলাপের পাপড়ি
প্রণালী
একটি ছোট পাত্রে সমস্ত উপকরণ মিশিয়ে নিন। এ বার কম আঁচে ফোটাতে হবে। মিশ্রণটিতে খয়েরি রং ধরলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন। এই তেল একবারে অনেকটা বানিয়ে কাচের শিশিতে ভরে রাখতে পারেন। সপ্তাহে দু’দিন এই তেল মালিশ করলে খুশকির সমস্যা দূর হবে। পাশাপাশি, চুল পড়া বন্ধ হয়ে চুলের ঘনত্বও বাড়বে।