ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআইয়ের নিয়মে বড় বদল আসছে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)। বলা হয়েছে, ১ এপ্রিল থেকে অনেক নম্বরে ইউপিআই লেনদেন বন্ধ হয়ে যাবে। সেই সব নম্বর থেকে আর গুগ্ল পে, পেটিএমের মাধ্যমে টাকাপয়সার লেনদেন করা যাবে না। সাইবার সুরক্ষার জন্যই নাকি এমন পদক্ষেপ নিচ্ছে এনপিসিআই। এখন কথা হল, আপনার ফোন নম্বরটি সেই তালিকায় নেই তো? কী ভাবে বুঝবেন?
কোন কোন ফোন নম্বরে ইউপিআই বন্ধ হচ্ছে?
যে নম্বরগুলি দীর্ঘ দিন ধরে ব্যবহার করা হয় না বা বন্ধ রয়েছে সেগুলিতে ইউপিআই সংযোগ বন্ধ করে দেওয়া হবে।
ফোন নম্বর বদলে ফেলেছেন যাঁরা কিন্তু সেই নম্বরটির বিষয়ে ব্যাঙ্ককে কিছু জানাননি, সেই নম্বরে ইউপিআই বন্ধ হয়ে যাবে।
দীর্ঘদিন ধরে রিচার্জ করেন না। ফলে বন্ধ ইনকামিং ও আউটগোয়িং। এমন ফোন নম্বরে যদি ইউপিআই আইডি থাকে, তা হলে সেটিরও সংযোগ বন্ধ হয়ে যাবে। এনপিসিআই জানাচ্ছে, এমন নম্বর সহজেই হ্যাক করা সম্ভব। তাই ভবিষ্যতে সাইবার প্রতারণা হলে, বড়সড় বিপদ ঘটে যাবে। সে জন্য ইন-অ্যকটিভ নম্বরগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
আপনার নম্বরটি তালিকায় আছে কি?
১) .ব্যাঙ্ক থেকে ফোনে নোটিফিকেশন আসবে। সেটি দেখে সতর্ক হতে হবে।
২) আপনার নম্বরটি তালিকায় থাকলে, মেসেজ পাঠিয়ে আগাম জানানো হবে।
কী ভাবে ইউপিআই চালু রাখবেন?
ব্যাঙ্ক থেকে নোটিফিকেশন বা মেসেজ আসার পরে নম্বরটি নিয়ে ব্যাঙ্ককে আপডেট দিতে হবে। যদি ওই নম্বরটি ফের চালু করতে চান, তা হলে তার তথ্য দিতে হবে ব্যাঙ্ককে।
ইউপিআই আইডি রয়েছে এমন ফোন নম্বর যদি দীর্ঘ দিন নিষ্ক্রিয় হয়ে থাকে, তা হলে সেটি থেকে ফের ফোন ও মেসেজ পাঠাতে থাকুন। নম্বরটি চালু হলেই আর ইউপিআই সংযোগ বিচ্ছিন্ন হবে না।
ইউপিআই আইডি রয়েছে যে নম্বরে সেটি আপডেট করুন। পুরনো পিন বদলে নতুন পিন দিয়ে ব্যবহার করুন।