Haunted Places: ভারতের সবচেয়ে ভুতুড়ে জায়গা এগুলি, একদম শেষেরটায় রাতে একা যেতে পারবেন না আপনি
ভূতে বিশ্বাস না করলেও এই জায়গাগুলির গা ছমছমে ভাব উপেক্ষা করতে পারবেন না কেউ-ই। এগুলির সঙ্গে জড়িয়ে আছে নানা ভুতুড়ে গল্প।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুন ২০২১ ১৩:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
আপনি কি ভূতে বিশ্বাস করেন? সে না-ই করতে পারেন। কিন্তু তা বলে ভূতের গল্প ভাল লাগবে না, এমন নাও হতে পারে। আর সেই ভূতের গল্পের সঙ্গে যদি মেশে বেড়ানোর মজা? তা হলে তো কথাই নেই।
০২১৬
ভারতের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে এমনই বহু ভুতুড়ে জায়গা। আর সেই জায়গাগুলি নিয়ে নানা ভয়ের গল্প।
০৩১৬
তেমনই গা ছমছমে কয়েকটি জায়গার কথা জেনে নেওয়া যাক। এ সব জায়গায় বেড়াতে গেলে একা যাবেন না কখনও। বিশেষ করে তালিকার শেষ জায়গাটিতে।
০৪১৬
ডি’সুজা চল, মুম্বই, মহারাষ্ট্র: এক মহিলা এই এলাকার পাতকুয়োয় পড়ে মারা গিয়েছিলেন। এখনও রাতে তাঁর আত্মা এখানে আসে বলে অনেকের বিশ্বাস।
০৫১৬
অগ্রসেন কি বাওলি, দিল্লি: পর্যটকদের অনেকে বলেন, এখানে গেলেই নাকি অস্বস্তিকর একটা অনুভূতি হয়। কে যেন অনুসরণ করে সব সময়।
০৬১৬
লম্বি দেহার খনি, উত্তরাখণ্ড: এক সময়ে এই খনিতে কাজ করতেন প্রচুর শ্রমিক। দুর্ঘটনায় তাঁদের অনেকে মারা যান। স্থানীয় বিশ্বাস, আজও তাঁদের কণ্ঠস্বর শোনা যায় এখানে।
০৮১৬
জাতিঙ্গা, অসম: দলে দলে পাখি আকাশ থেকে মৃত অবস্থায় ঝরে পড়ে এখানে। কারণ এখনও পরিষ্কার নয়। স্থানীয় বিশ্বাস, এর পিছনে রয়েছে ভুতুড়ে কোনও প্রভাব।
০৯১৬
দুমা সৈকত, গুজরাত: এক সময়ে শ্মশান হিসেবে ব্যবহৃত হতো এই সমুদ্র সৈকত। এখন হয় না। কিন্তু সেই মৃতদের আত্মারা এখনও এখানে ঘুরে বেড়ায় বলে বিশ্বাস করেন অনেকে।
১০১৬
ডাউহিল, কার্শিয়াং, পশ্চিমবঙ্গ: এখানকার দু’টি স্কুল এবং তার চারপাশের এলাকায় প্রচুর অভিশপ্ত আত্মার বাস বলে অনেকে বিশ্বাস করেন। রাত হলেই তারা নাকি বেরিয়ে আসে।
রামোজি ফিল্ম সিটি, তেলেঙ্গানা: শোনা যায়, এই এলাকাটির নীচে চাপা পড়ে রয়েছে সুলতানি আমলের সেনাদের মৃতদেহ। মাঝে মধ্যেই নাকি কারণ ছাড়া আলো নিভে যায়, আয়না ভেঙে যায় এই ফিল্ম সিটিতে। অনেকের বিশ্বাস, তার পিছনে রয়েছে ভুতুড়ে প্রভাব।
১৪১৬
কুলধারা গ্রাম, রাজস্থান: কথিত আছে, ১৮২৫ সালে এই গ্রামের সব মানুষ কোনও এক কারণে গ্রাম ছেড়ে চলে যান। তার পর থেকেই গ্রামটি অভিশপ্ত বলে প্রচার।
১৫১৬
ভানগড় কেল্লা, রাজস্থান: ভারতের প্রত্নতত্ত্ব বিভাগও রাতে এখানে যাওয়ার অনুমতি দেয় না। কেউ এখানে রাতে গেলে, আর নাকি ফিরে আসেন না। কথিত আছে, এক সাধু এই কেল্লার রাজকন্যার প্রেমে পড়েন। তাঁকে প্রাণদণ্ড দেওয়া হয়। তাঁর আত্মা আজও ঘুরে বেড়ায় এখানে।