নতুন মা-বাবা শ্রীময়ী-কাঞ্চন। ছবি: সংগৃহীত।
বলিউড জুড়ে এখন নামকরণের পালা চলছে।
চলতি বছরের গোড়ার দিকে এসেছে ‘অকায়’, তার পর ‘রাহা’। একে একে ‘লারা’ এবং ‘দুয়া’। অভিনেতা দম্পতিদের সন্তানের নামকরণ এবং সমাজমাধ্যমে তা প্রকাশ করা নিয়ে সরগরম টিনসেল টাউন।
সে দিক থেকে বাংলার টেলিভিশন জগৎও পিছিয়ে নেই। দীপাবলির পর পরই কন্যাসন্তানের মা-বাবা হওয়ার খবর দিয়েছেন অভিনেতা-দম্পতি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। শনিবার সমাজমাধ্যমে একরত্তির নাম প্রকাশ করে পোস্ট করেছেন নিজেরাই। অভিনেতা-বিধায়ক কাঞ্চন মেয়ের নাম রেখেছেন ‘কৃষভি’। জানেন, সে নামের অর্থ কী?
যদি ধরে নেওয়া হয় ‘কৃষাভি’ থেকে ‘কৃষভি’ নামের উৎপত্তি, তা হলে সে নামের সঙ্গে কৃষ্ণের যোগ রয়েছে। মতান্তরে, কৃষ্ণের এক স্ত্রীর নাম কৃষাভি। আবার যদি ধরে নেওয়া হয় ‘কৃষভি’ নামের উৎস আসলে ‘কৃষ্ণাভি’, তা হলে জেনে রাখা প্রয়োজন, ‘কৃষ্ণাভি’ হল শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় জিনিস। তবে আক্ষরিক অর্থে ‘কৃষভি’ মানে ‘শুভ’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy