প্রতীকী ছবি।
করোনার ভয় জয় করে বেরিয়েছেন একদিন। বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। বিশেষ কিছু মুহূর্তের ছবি তুলতে তো ইচ্ছা করবেই। এদিকে একই জায়গায় কত ছবি আর তোলা যায়। কিন্তু ছবি সুন্দর হোক, তেমন ভাবনা সকলেরই মনে মনে থাকে।
ছবি সুন্দর এবং স্বতঃস্ফূর্ত করার কিছু সহজ উপায় আছে। যেখানে আপনাকে সহজেই সুন্দর দেখাবে। তার চেয়েও বেশি জরুরি হল, সকলের দৃষ্টি আকর্ষণ করবে।
কী করতে পারেন এমন ছবি তোলার জন্য? চিত্রগ্রাহকের ভূমিকা তো আছেই, তবে আপনাকেও কয়েকটি কথা মনে রাখতে হবে।
১) নিজের মতোই থাকুন। সাজ থেকে মুখভঙ্গি, কোনও ক্ষেত্রেই অন্যকে নকল করার দরকার নেই। তাতেই সবচেয়ে সুন্দর ছবি উঠবে।
২) এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না। চলাফেরা করতে থাকুন। ঠিক একটি মুহূর্ত বেরিয়ে আসবে, যা ফ্রেমে বন্দি করার মতো।
৩) চুল নিয়ে খেলা করলে ছবি প্রাণবন্ত দেখায়। চুলে হাত দিন, তা ঘাঁটুন— এ সবের মধ্যে একটি স্বতঃস্ফূর্থ ছবি উঠবে।
৪) সব ছবিতে হাসবেন না। অনেকের প্রবণতা থাকে, ক্যামেরার সামনে দাঁড়ালেই হাসতে হবে। এমনটাও নয়। বরং বিভিন্ন ধরনের মুখভঙ্গি করলে ছবি খোলে ভাল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy