বিবাহিত জীবন ‘পারফেক্ট’ কিসে হয়? এ মোক্ষম প্রশ্নের জবাব দুনিয়ার কোনও রুলবুকে নেই। দু’জন মানুষের একত্রে বসবাসের যে রসায়ন, তাতে কোনও নিয়মই আলাদা করে কিছু নির্ধারণ করতে পারে না। ভাল থাকার তাই কোনও ফর্মুলা নেই। প্রেমের সিলেবাসে কোনও মেড ইজি হয় না। তাই সম্পর্ককে আজীবন বাঁচিয়ে রাখতে কিছু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয় বইকি!
‘‘সংসার জীবন যেন অনেকটাই ক্রিকেট ম্যাচের মতো। কোন বল ছাড়ব, আর কোন বল মারব, সে হিসেব গুলিয়ে গেলেই ভেস্তে যেতে পারে শান্তি। তাই সঙ্গীর কাছে সৎ থাকতে হবে তো বটেই, কিন্তু খুচখাচ অশান্তি এড়াতে কী কী বলা উচিত হবে না, সেটা জানাও খুব জরুরি’’, মত মনোবিদ অমিতাভ মুখোপাধ্যায়ের। তাই সুখে থাকতে চাইলে সঙ্গীকে কিছু কথা কখনও বলা যাবে না।