The most epic moustaches of last 40 years dgtl photogallery
Moustaches
Men’s Fashion: কোন বছরে কোন তারকার গোঁফ ছিল জনপ্রিয়তার শীর্ষে? রইল গত ৪০ বছরের অ্যালবাম
পুরুষের ফ্যাশনে চিরকালই গোঁফের ভূমিকা গুরুত্বপূর্ণ।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৮:২৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১৪২
প্রতি বছরই পাল্টে যায় গোঁফের ফ্যাশন। প্রতি বছরই কোনও না কোনও গোঁফ প্রতিযোগিতায় পিছনে ফেলে দেয় অন্য গোঁফেদের।
০২৪২
গত ৪০ বছর ধরে প্রত্যেক বছর সারা পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি মানুষ কোন কোন গোঁফ অনুকরণ করেছেন, তা নিয়ে সমীক্ষা চালিয়েছে এক ফ্যাশন পত্রিকা। সমীক্ষার ফল রইল এখানে।
০৩৪২
১৯৮০: ছোটপর্দা এবং বড়পর্দার তারকা বার্ট রেনল্ডসের গোঁফ সারা পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল সে বছর।
০৪৪২
১৯৮১: সে বছর সবচেয়ে জনপ্রিয় হয়েছিল গায়ক প্রিন্সের গোঁফ।
০৫৪২
১৯৮২: বেসবল খেলোয়াড় রোলি ফিংগারসের গোঁফ নজর কেড়েছিল সারা পৃথিবীর।
০৬৪২
১৯৮৩: অভিনেতা এডি মারফির গোঁফ সে বছর নজর কেড়েছিল সকলের। তাঁর গোঁফের অনুপ্রেরণায় অনেকে গোঁফ রাখতে শুরু করেন সে বছর।
০৭৪২
১৯৮৪: ‘কুইন’-এর গায়ক ফ্রেডি মার্কারির বিখ্যাত গোঁফ সে বছরের সেরা।
০৮৪২
১৯৮৫: অভিনেতা টম সেলেকের গোঁফ আটের দশকের ‘সিগনেচার গোঁফ’ হিসেবে বিখ্যাত।
০৯৪২
১৯৮৬: গায়ক সনি বোনোর গোঁফ আমেরিকা এবং ইউরোপে বিপুল জনপ্রিয় হয়।
১০৪২
১৯৮৭: ছোটপর্দার তারকা জেরাল্ডো রিভেরার গোঁফ নকল করে গোঁফ রাখতে শুরু করেন পৃথিবীর নানা প্রান্তের মানুষ।
১১৪২
১৯৮৮: মোটা গোঁফের দিন শেষ। অভিনেতা জন ওয়াটার্সের সূত্রে গোঁফের ফ্যাশনে পাকা জায়গা করে নিল পেন্সিলের মতো সরু গোঁফ।
১২৪২
১৯৮৯: বেসবল খেলোয়াড় গুজ গুসেজের সূত্রে জায়গা করে নিল ঝোলা গোঁফ। সারা পৃথিবীর বহু বিখ্যাত ব্যক্তিত্ব তাঁর অনুকরণে এমন গোঁফ রাখেন।
১৩৪২
১৯৯০: গায়ক লায়োনেল রিচির গোঁফ নিঃসন্দেহে সে বছরের সেরা।
১৪৪২
১৯৯১: ছোটপর্দার আরও এক তারকা জেমস ফক্সওয়ার্দির গোঁফ জায়গা পেয়েছে সে বছরের সেরার আসনে।
১৫৪২
১৯৯২: ছোট পর্দায় এল ‘দ্য ফ্রেশ প্রিন্স অব বেল-এয়ার’। একই সঙ্গে জনপ্রিয় হল উইল স্মিথের পাতলা গোঁফ।
১৬৪২
১৯৯৩: সে বছর সকলের নজর বেসবল খেলোয়াড় র্যান্ডি জনসনের খোঁচাখোঁচা গোঁফে।
১৭৪২
১৯৯৪: গায়ক অভিনেতা এলএল কুল জে-র গোঁফ সে বছরের সেরা।
১৮৪২
১৯৯৫: গ্রিসের সঙ্গীতশিল্পী ইয়ানির গোঁফ সে বছরের সবচেয়ে জনপ্রিয় গোঁফ।
১৯৯৭: খেলা বা বিনোদনের জগত থেকে নন, সে বছরের সবচেয়ে জনপ্রিয় গোঁফটি রাজনীতির জগত থেকে। ব্রিটিশ নেতা জর্জ গ্যালোওয়ের।
২১৪২
১৯৯৮: সে বছর মুক্তি পেল জনপ্রিয় সিনেমা ‘রাশমোর’। ছবিতে অভিনেতা বিল মারের গোঁফ গোটা বছর জুড়ে জনপ্রিয়তার শীর্ষে রইল।
২২৪২
১৯৯৯: মানবাধিকার কর্মী আল শার্পটনের গোঁফ সংবাদমাধ্যমের সূত্রে সারা পৃথিবীর নজর কাড়ল।
২৩৪২
২০০০: ছোটপর্দার পরিচিত মুখ জন স্টোসেলের গোঁফ সে বছরের সেরা।
২৪৪২
২০০১: নতুন শতাব্দীর গোড়াতেই নজর কাড়ল অভিনেতা শন পেনের গোঁফ।
২৫৪২
২০০২: ছোটপর্দার আরও এক জনপ্রিয় মুখ। ডক্টর ফিল। মাথা কামানো, তার সঙ্গে মোটা গোঁফ। সে বছরের সেরা।
২৬৪২
২০০৩: ডাব্লিউডাব্লিউই-র তারকা হাল্ক হোগানের জনপ্রিয়তার অন্যতম বড় কারণ তাঁর গোঁফ। সে বছরের জনপ্রিয়তার শীর্ষে এটি।
২৭৪২
২০০৪: ‘অ্যাংকরম্যান’ ছবির সূত্রে সে বছর সকলের নজরে অভিনেতা উইল ফ্যারেলের গোঁফ।
২৮৪২
২০০৫: ছোটপর্দার জনপ্রিয় শো ‘ মাই নেম ইজ আর্ল’। প্রধান অভিনেতা জেসন লি-র গোঁফ সে বছরের সেরা।
২৯৪২
২০০৬: সাশা ব্যারন কোহেন অভিনীত ‘বোরাট’ সে বছরের সবচেয়ে বিখ্যাত সিনেমাগুলির একটি। একই সঙ্গে সে বছরের সেরা গোঁফ অভিনেতা সাশা ব্যারনের।
৩০৪২
২০০৭: অভিনেতা স্যাম এলিয়ট বহু বছর ধরেই একই গোঁফ নিয়ে অভিনয় করে চলেছেন। কিন্তু কোনও এক আজানা কারণে সে বছর সবচেয়ে জনপ্রিয় হয় তাঁর গোঁফ।
৩১৪২
২০০৮: ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ ছবির কারণে বছরের সেরা গোঁফ ব্র্যাড পিটের।
৩২৪২
২০০৯: ‘পার্কস অ্যান্ড রিক্রিয়েশন’ নামের শো ছোটপর্দায় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। জনপ্রিয়তার বড় কারণ অভিনেতা নিক অফারম্যান এবং তাঁর গোঁফ।
৩৩৪২
২০১০: জনপ্রিয় সঞ্চালক স্টিভ হার্ভের গোঁফ সে বছরের সেরা।
৩৪৪২
২০১১: ‘শেমলেস’ নামক সিরিজের জন্য মোটা গোঁফ রাখেন অভিনেতা উইলিয়াম এইচ মেসি। সে বছরই সেরা গোঁফের তালিকার উপরে উঠে আসে এটি।
৩৫৪২
২০১২: ‘সেভিং মিস্টার ব্যাঙ্কস’ ছবির দৌলতে অভিনেতা টম হ্যাঙ্কসের গোঁফ সে বছরের সেরা।
৩৬৪২
২০১৩: ‘আয়রন ম্যান’, ‘অ্যাভেঞ্জার’ সিরিজ— বলার অপেক্ষা রাখে না সেরা গোঁফের মালিক কে। রবার্ট ডাউনি জুনিয়র।
৩৭৪২
২০১৪: গায়ক চান্স দ্য র্যাপার এই বছর প্রকাশ করেন তাঁর অ্যালবাম ‘অ্যাসিড র্যাপ’। গানের চেয়েও বেশি গোঁফের জন্য জনপ্রিয় হন তিনি।
৩৮৪২
২০১৫: মুক্তি পায় ‘রকি’ সিরিজের নতুন ছবি ‘ক্রিড’। ছবির দৌলতে জনপ্রিয় হয় অভিনেতা মাইকেল বি জর্ডনের গোঁফ।
৩৯৪২
২০১৬: ‘দিস ইজ আস’ ওয়েবসিরিজের জন্য অভিনেতা মিলো ভেন্তিমিলিয়ার গোঁফ সারা পৃথিবীর নজর কাড়ে সে বছর।
৪০৪২
২০১৭: কোনও ছবির জন্য নয়, মুখের শিশুসুলভ ভাব কাটাতে গোঁফ রাখেন অভিনেতা জাক এফ্রন। কিন্তু সেটাই হয়ে দাঁড়ায় বছরের সেরা।
৪১৪২
২০১৮: ‘ক্যাপ্টেন আমেরিকা’ তাঁকে যতটা জনপ্রিয়তা দিয়েছে, ‘লবি হিরো’ তার শিকিভাগও দেয়নি। কিন্তু এই ছবি সে বছর ক্রিস ইভান্সের গোঁফকে দিয়েছে বছরের সেরার স্বীকৃতি।
৪২৪২
২০১৯: শেষ ‘গেম অব থ্রোনস’। কিন্তু তার পরেও বছরের সেরা সিরিজের মুখ্য অভিনেতা কিট হ্যারিংটনের গোঁফ।