গাঁজা চাষ অপরাধ নয় ছবি: সংগৃহীত
মূলত মাদক দ্রব্য হিসাবে পরিচিত হলেও বর্তমানে চিকিৎসাক্ষেত্রেও বাড়ছে গাঁজা গাছ থেকে প্রাপ্ত একাধিক উপাদানের ব্যবহার। সেই কথা মাথায় রেখেই এ বার গাঁজা চাষকে বৈধ ঘোষণা করল তাইল্যান্ড। ইউরোপ ও আমেরিকার কিছু দেশে গাঁজা চাষ বৈধ হলেও এশিয়াতে এমন সিদ্ধান্ত এই প্রথম।
এর আগে ২০১৮ সালে চিকিৎসার জন্য গাঁজা মজুত রাখাকে আইনত স্বীকৃতি দেয় তাইল্যান্ড। কিন্তু গাঁজা চাষ বৈধ না হওয়ায়, অবৈধ উপায়ে গাঁজা আমদানি বাড়ছিল দেশ জুড়ে। সেই সমস্যা নিয়ন্ত্রণে এই পদক্ষেপ কিছুটা হলেও সহায়তা করবে বলেই মত বিশেষজ্ঞদের একাংশের। এমনকি বৈধ ভাবে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের ১০ লক্ষ গাঁজা গাছের চারা বিলি করা হবে বলে জানানো হয়েছে তাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রকের তরফে।
তবে চিকিৎসা ছাড়া অন্য কোনও কারণে গাঁজা ব্যবহার করা এখনও আইনত অপরাধ হিসাবেই গণ্য হবে বলে জানানো হয়েছে। কাজেই নেশা করার জন্য গঞ্জিকাসেবন করলে হতে পারে সাজা। নেশা করলে ও জনসমক্ষে গাঁজা খেলে তিন মাসের জেল ও ৬০ হাজার টাকারও বেশি জরিমানা হতে পারে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy