২২ নভেম্বর ২০২৪
Fashion

Resham Shilpi: পুজোর ওয়ারড্রোব সাজিয়ে তুলুন রেশম শিল্পীর সঙ্গে

রেশমের তৈরি শাড়ি ও জামার নিত্যনতুন সম্ভার, নিয়মিত নিপুণতার সঙ্গে গুণমান যাচাই ইত্যাদির জন্য দেশের মধ্যে প্রথম সারিতে উঠে এসেছে রেশম শিল্পী।

রেশম শিল্পীর কালেকশন

রেশম শিল্পীর কালেকশন

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ১৬:৫২
Share: Save:

বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অনেকখানি জুড়ে রয়েছে রেশম শিল্প। যে শিল্প বাংলাকে আলাদা করে স্থান দিয়েছে বিশ্বের মানচিত্রে। সেই শিল্প বাঙালির সাজসজ্জায় যোগ করেছে নতুন এক মাত্রা। বিগত সাত দশক ধরে সেই শিল্পকেই সযত্নে তুলে ধরেছে “পশ্চিমবঙ্গ রেশম শিল্পী সমবায় মহাসঙ্ঘ লিমিটেড”। রেশম শিল্পী পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্রশিল্প দফতরের অন্তর্ভূক্ত একটি সংস্থা। ১৯৫৮ এর ২৮ জানুয়ারি বেঙ্গল কো-অপারেটিভ সোস্যাইটি আইনের অন্তর্ভূক্ত এই সংস্থার যাত্রা শুরু হয়।

বলা বাহুল্য, রেশম ও ভারতীয় নারীর বন্ধুত্ব চিরকালীন, চিরন্তন। বাঙালির সাজে বার বার ফিরে এসেছে রেশমের কাজ। সিল্ক থেকে তসর, যে কোনও ধরনের রেশমের টানেই বাঁধা পড়েছেন আঠারো থেকে আশি সব বয়সের রমণীরা। বাঙালির সেই ভালবাসাতেই রেশম শাড়ির জগতে অন্যতম সেরা নাম হয়ে উঠেছে ‘রেশম শিল্পী’।

রেশম শিল্পীর কালেকশন

রেশম শিল্পীর কালেকশন

কিন্তু কেন ‘রেশম শিল্পী’র নাম সর্বজনবিদিত? কারণ, এখানকার শাড়ির গুণমান। রেশমজাত বস্ত্রের উচ্চ গুণমান বজায় রাখার জন্য রেশমশিল্পী অঙ্গীকারবদ্ধ এবং এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের সেরিকালচার ডিরেক্টরেটের আধিকারী, সেন্ট্রাল সিল্ক বোর্ডের বিজ্ঞানী এবং উইভারস্ সার্ভিস সেন্টারের আধিকারিকদের নিয়ে গঠিত প্রোকিওরমেন্ট কমিটি দ্বারা রেশমজাত বস্ত্রগুলি পরীক্ষিত হয় এবং অনুমোদিত হয়। গুণমান ও বাজারদর অনুযায়ী বস্ত্রগুলির মূল্য নির্ধারণ করা হয়।

অনুমোদিত রেশমবস্ত্রগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রেশম শিল্পীর নথিভূক্ত রেশম তন্তুবায়দের থেকে সংগ্রহ করে তার উপরে ব্লক / স্ক্রিন প্রিন্ট, হাতে আঁকা, এমব্রয়ডারি, বাটিক, বাঁধনী ইত্যাদি বিভিন্ন কারুকার্যের পর রেশম শিল্পীর নিজস্ব নয়টি শোরুমে ও অনলাইনে — www.reshamshilpi.in—এর মাধ্যমে বিক্রয় করা হয়।

শাড়ি থেকে উচ্চমানের পোশাক তৈরির কাপড়, রেডিমেড পোশাক, সাজসজ্জার একাধিক বিকল্প রয়েছে সেখানে। খাস কলকাতায় মোট ৬টি শো’রুম রয়েছে রেশম শিল্পীর —

  • গড়িয়া (দেশবন্ধু আন্ড্রুজ কলেজের পাশে)
  • দক্ষিণাপন শপিং কমপ্লেক্স
  • গড়িয়াহাট(যশোদা ভবন)
  • এসপ্ল্যানেড ( ১১এ এসপ্ল্যানেড রো ইস্ট)
  • কাঁকুড়গাছি ভিআইপি মার্কেট
  • উত্তরাপন শপিং কমপ্লেক্স

এছাড়াও কলকাতা সংলগ্ন এলাকায় আরও তিনটি শো’রুম রয়েছে রেশম শিল্পীর। যেগুলি হল —

  • বারাসত (কলোনি মোড়ের কাছে)
  • দুর্গাপুর(বেনাচিতি)
  • শিলিগুড়ি( হিল কার্ট রোড, তেন জিং নোরগে বাস স্ট্যান্ডের উল্টো দিকে)

রেশমের তৈরি শাড়ি ও জামার নিত্যনতুন সম্ভার, নিয়মিত নিপুণতার সঙ্গে গুণমান যাচাই ও শাড়িতে নতুন ধরনের নজরকাড়া নকশা, পেইন্টিং ইত্যাদির জন্য সারা দেশের মধ্যে প্রথম সারিতে উঠে এসেছে রেশম শিল্পী। শুধু তাই নয়, বাংলার রেশম দ্রব্যে বৈপ্লবিক পরিবর্তন এনেছে এই সংস্থা। সিল্কের তৈরি শাড়ি ও পোশাকের ধ্যান-ধারণা সম্পূর্ণ পালটে দিয়ে অন্য এক স্তরে নিয়ে গিয়েছে রেশম ব্যবসাকে।

রেশম শিল্পীর কালেকশন

রেশম শিল্পীর কালেকশন

প্রতি বছরের মতো এই বছরেও দুর্গাপুজোর ঠিক আগে সম্পূ্র্ণ নতুন ও অনন্য শাড়ির সম্ভার নিয়ে হাজির রেশম শিল্পী। এই বছরের সেই সম্ভারের মূল আকর্ষণ —

  • মালবেরি সিল্কে আজরাখ প্রিন্টের সঙ্গে বাঁধনির কাজ
  • তসর শিবোরি শাড়িতে কাঁথার কাজ
  • তসর শাড়িতে লাম্বানি কাজ
  • হাতে বোনা নকশার ডিজাইনার কাতান সিল্ক ও তসর শাড়ি

রেশম শিল্পীর কালেকশন

রেশম শিল্পীর কালেকশন

এছাড়াও থাকছে বিভিন্ন ধরনের কিছু ছাপা, এমব্রয়ডারি বা বাটিকের কাজ করা, সিল্ক ও তসরের ওড়না, পোশাক তৈরির কাপড় এবং নারী-পুরুষ উভয়ের জন্য হালফিলের ফ্যাশনের রেডিমেড পোশাকও।

তা হলে আর দেরি কেন? এই বছর দুর্গা পুজোয় ওয়ারড্রোব সাজিয়ে তুলুন রেশম শিল্পীর সঙ্গে।

এই প্রতিবেদনটি ‘রেশম শিল্পী’র সঙ্গে যৌথ উদ্যোগে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা প্রকাশিত।

অন্য বিষয়গুলি:

Fashion Wardrobe silk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy