Advertisement
২৪ অক্টোবর ২০২৪
Cyclone Dana 2024

ক্রমশ শক্তিশালী হচ্ছে 'দানা'! ঝড়ের রাতে সুরক্ষিত থাকতে মেনে চলুন ৫ বিষয়

ঝড়ের সময় সুরক্ষিত থাকতে কিছু সাবধানতা অবম্বন করা জরুরি। দুর্যোগের সময় কোন বিষয়গুলিতে নজর দেওয়া জরুরি?

ঝড়ের রাতে সুরক্ষিত থাকে।

ঝড়ের রাতে সুরক্ষিত থাকে। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১২:২০
Share: Save:

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে বৃহস্পতি রাত থেকে শুক্র সকালের মধ‍্যে এই ঘূর্ণিঝড় তাণ্ডবলীলা চালাতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। উপকূলবর্তী অঞ্চলে ল‍্যান্ডফল হওয়ার কথা থাকলেও, শহরাঞ্চলেও এর কম প্রভাব পড়বে না। সুরক্ষিত থাকতে কিছু সাবধানতা অবম্বন করা জরুরি। দুর্যোগের সময় কোন বিষয়গুলিতে নজর দেওয়া জরুরি?

১) জরুরি নথিপত্র এবং মূল‍্যবান সামগ্রী সুরক্ষিত স্থানে তুলে রাখুন। কোনও ভাবেই জানলার আশেপাশে রাখবেন না। জল থেকে বাঁচিয়ে রাখুন।

২) প্রয়োজনীয় ওষুধ, পর্যাপ্ত খাবার, জল সঞ্চয় করে রাখুন। প্রয়োজনে কাজে আসবে। তা ছাড়া দুর্যোগ মাথায় নিয়ে বাইরে বেরোনোও বিপদের।

৩) এমন কোনও খাবার খাবেন না, যা শরীরখারাপের কারণ হতে পারে। বিপর্যয়ের সময় অসুস্থ হয়ে পড়লে মুশকিল হবে। তাই সুস্থ থাকার চেষ্টা করুন।

৪) প্রাকৃতিক বিপর্যয় হোক কিংবা অন‍্য কোনও ঘটনা, গুজব ছড়িয়ে পড়ে। তবে দুর্যোগের ক্ষেত্রে গুজবে কান না দিয়ে সংবাদমাধ‍্যমের আবহাওয়া সংক্রান্ত খবরে চোখ রাখুন।

৫) সেক্ষেত্রে প্রশাসনের তরফে দেওয়া হেল্পলাইন নম্বর জেনে নিন। সমস‍্যা হলে ফোন করে জানাতে পারবেন।

অন্য বিষয়গুলি:

Cyclone Precaution
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE