কেবল ভারতেই নয়, বিদেশেও এখন রিঙ্কুর রমরমা। ছবি: সংগৃহীত
রবিবার আইপিএলের ম্যাচে আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নাটকীয় পরিসমাপ্তি ঘটেছে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংহের হাত ধরে। শেষ ওভারে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২৯ রান করে রাতারাতি জয়ের নায়ক হয়ে উঠেছেন রিঙ্কু।
শেষ ওভারে পাঁচ পাঁচটি ছক্কা মেরে এখন কলকাতাবাসীর নয়নের মণি রিঙ্কু। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান থেকে বড় বড় ক্রিকেট তারকারা, সকলেই রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ। কেবল ভারতেই নয়, বিদেশেও এখন রিঙ্কুর রমরমা। পর্ন অভিনেত্রী কেন্ড্রা লাস্টেরও নজরে এসেছেন রিঙ্কু। নিজের সমাজমাধ্যমের পাতায় রিঙ্কুকে অভিনন্দন জানিয়েছেন কেন্ড্রা।
টুইটারে নিজের সঙ্গে রিঙ্কুর ছবি দিয়েছেন কেন্ড্রা। ক্যাপশনে লিখেছেন, ‘‘রিঙ্কু-দ্য কিং’’। অর্থাৎ, রিঙ্কুই রাজা! কেন্ড্রার এই টুইট দেখে এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘‘ভারতে এসে এক বার আইপিএল দেখে যান।’’ উত্তরে কেন্ড্রা বলেন, ‘‘নিশ্চয়ই মজা হবে।’’
২০১৭ সালের আইপিএল ভাগ্য খুলে দেয় রিঙ্কুর। সে বার ১০ লক্ষ টাকায় রিঙ্কুকে কিনেছিল কিংস ইলেভেন পঞ্জাব। তবে সেই টুর্নামেন্টে খেলার সুযোগই পাননি রিঙ্কু। ২০১৮ সালে ৮০ লক্ষ টাকায় রিঙ্কুকে নেয় কেকেআর। তার পর থেকে কলকাতার দলেই রয়েছেন উত্তরপ্রদেশের এই পুত্র। তবে এর আগে কেকেআরেও খেলার খুব বেশি সুযোগ পাননি তিনি।
কেকেআর দলে যোগ দেওয়ার পর একাধিক ম্যাচে ফিল্ডিং করতে দেখা গিয়েছে রিঙ্কুকে। দুর্দান্ত সব ক্যাচও ধরেছেন। তবে ওইটুকুই। সেই রিঙ্কুই রবিবার ৫ ছক্কা মেরে রাতারাতি দলের ‘নায়ক’ হয়ে উঠলেন। ক্রিকেটজগতে রাতারাতি তারকা হয়ে উঠলেন রিঙ্কু।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy