Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Pets

Pets: পোষ্য হিসেবে গিনিপিগ রাখতে চান? জেনে নিন কোন কোন অসুখের বিষয়ে খেয়াল রাখতে হবে

কিছু কিছু অসুখ গিনিপিগের জন্য সাংঘাতিক। সময়ে চিকিৎসা না করালে প্রাণহানীর আশঙ্কা থাকে।

গিনিপিগ পোষার আগে জেনে নিন তার রোগবালাই সম্পর্কে।

গিনিপিগ পোষার আগে জেনে নিন তার রোগবালাই সম্পর্কে। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ১৭:১১
Share: Save:

কুকুর বা বিড়ালের মতো জনপ্রিয় না হলেও গিনিপিগ খুব পরিচিত পোষ্য। যাঁদের ছোট বাড়ি বা ফ্ল্যাট, তাঁরা অনেকেই বড় পোষ্যের তুলনায় ছোট মাপের সঙ্গী রাখতে পছন্দ করেন। সেই তালিকায় একেবারেই উপরেই আছে গিনিপিগ।

কিন্তু এই পোষ্যকে বাড়িতে রাখার আগে জেনে নিন, তার কী কী ধরনের অসুখ হতে পারে।

একটোপ্যারাসাইট: বেশির ভাগ গিনিপিগের এই সমস্যা হয়। মূলত কানের পিছনে এক ধরনের পরজীবী বাসা বাঁধে। এমন হলে চিকিৎসকের পরামর্শে ওকে ওষুধ দিতে হবে। পাশাপাশি ওর বিছানা এবং ওকে যে খাবার খেতে দেওয়া হবে, সেগুলি ২৪ ঘণ্টা রেফ্রিজারেটরে রেখে দিতে হবে। তা হলে এই জাতীয় পরজীবী মারা যাবে।

শ্বাসকষ্ট: মূলত ঠান্ডা লেগেই গিনি পিগের এই সমস্যা হয়। ফলে শীতকালে খোলা জানলা বা দরজার থেকে ওদের দূরে রাখতে হবে।

মানুষের মতোই গিনি পিগেরও ঠান্ডা লাগতে পারে।

মানুষের মতোই গিনি পিগেরও ঠান্ডা লাগতে পারে।

ইলিয়াস: গিনিপিগের অহরহ এই অসুখটি হয়। এতে ওদের পেটে বায়ু জমে। এবং খাদ্যনালী বন্ধ হয়ে যায়। চিকিৎসা না করালে মৃত্যু পর্যন্ত হতে পারে। চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত ওষুধ দিতে হবে ওকে।

ইউরোলিথস: বেশি বয়সে গিনিপিগের এই অসুখটি হতে পারে। এতে ওদের বৃক্কে পাথর জমে। মূত্র বন্ধ হয়ে যায়। বা মূত্রের সঙ্গে রক্ত বেরোতে পারে। এ ক্ষেত্রেও দ্রুত চিকিৎসা না হলে মৃত্যু হতে পারে গিনিপিগের। এমন হলেও দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ দিন।

অন্য বিষয়গুলি:

Pets Guinea pig
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE