হোয়াট্সঅ্যাপের ভিডিয়ো ও অডিয়ো কলের মাধ্যমে সাইবার প্রতারণা বহু গুণে বেড়ে গিয়েছে। গত কয়েক মাসে এই প্রতারণার চক্রে ফেঁসে বহু মানুষ জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগের দ্বারস্থ হয়েছেন। গ্রাহকদের নিরাপত্তা আরও জোরদার করতে ভিডিয়ো কল ফিচারটি নতুন রূপে আনা হচ্ছে হোয়াট্সঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ২.২৫.৭.৩ ভার্সনে।
ভিডিয়ো কলে কী বদল আসছে?
ক্যামেরা চালু না করেই ধরা যাবে ভিডিয়ো কল। এখানেই নতুনত্ব। এত দিন এই সুবিধা ছিল না। কেউ ভিডিয়ো কল করলে সেটি গ্রহণ করা বা কেটে দেওয়ার অপশন দেখানো হত। ক্যামেরা আপনা থেকে অন হয়ে যেত। আপনি চান বা না চান, অপর প্রান্তের মানুষটি আপনাকে দেখতে পাবেনই। কিন্তু এখন থেকে তা আর হবে না। ভিডিয়ো কল এলে আগে অপশন দেখাবে যে, ক্যামেরাটি আপনি চালু করতে চান কি না। অর্থাৎ ক্যামেরার নিয়ন্ত্রণ সম্পূর্ণ ভাবেই গ্রাহকের হাতে থাকবে।
কী ভাবে তা হবে?
ধরুন, কেউ ভিডিয়ো কল করছেন। স্ক্রিনে অপশন দেখাবে ‘টার্ন অফ ইয়োর ভিডিয়ো’। সেখালে ক্লিক করলেই ফোনের ফ্রন্ট ক্যামেরাটি বন্ধ হয়ে যাবে। এর পর দেখাবে ‘অ্যাকসেপ্ট উইদাউট ভিডিয়ো’। সেটিতে ক্লিক করলে কেবল ভয়েস-মোড চালু থাকবে। এ বার আপনি যত খুশি কথা বলুন, আপনাকে কেউ দেখতে পাবে না। এর পর যদি আপনি চান, মাঝপথে ভিডিয়ো অন করতে, তার অপশনও আছে। সে ক্ষেত্রে কল চলার সময়েই ‘টার্ন অন ইয়োর ভিডিয়ো’-তে ক্লিক করলেই ক্যামেরা চালু হয়ে যাবে।
আরও পড়ুন:
কী সুবিধা দেবে এই ফিচার?
গ্রাহকের নিরাপত্তা বাড়বে। অচেনা নম্বর থেকে আসা ভিডিয়ো কল ধরে ফেলে প্রতারিত হয়েছেন অনেকেই। কল ধরার সঙ্গে সঙ্গে অন্য প্রান্ত থেকে নগ্ন ভিডিয়ো বা আপত্তিকর অশ্লীল ছবি বা ভিডিয়োর ক্লিপিং দেখিয়ে ব্ল্যাকমেল করা হয়েছে গ্রাহকদের। সেই ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হয়েছেন অনেকে। অভিযোগকারীরা দাবি করেছেন, সমাজমাধ্যমে সদ্য পাতানো বন্ধুর সঙ্গে ভিডিয়ো এবং অডিয়ো চ্যাটের পরেই ফেঁসে গিয়েছেন তাঁরা। কোথাও কথার মাঝখানে চালু করে দেওয়া হয়েছে পর্ন ক্লিপ। কোথাও ব্যবহারকারী বুঝতেই পারেননি যে, তাঁর ভিডিয়ো বা অডিয়ো চ্যাটটি রেকর্ড করা হচ্ছে। পরে সেই ভিডিয়ো ক্লিপ পাঠিয়ে শুরু হত ব্ল্যাকমেল। এই ধরনের প্রতারণা বন্ধ করতেই নতুন পদক্ষেপ করছে হোয়াট্সঅ্যাপ।