Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Money

অর্থ দিয়েই কেনা যায় পৃথিবীর সমস্ত সুখ, দাবি নোবেলজয়ী অর্থনীতিবিদের গবেষণায়

মানুষও তো আছেন যাঁরা বলেন, টাকা দিয়ে নাকি সমস্ত সুখ কেনা যায়।এই প্রশ্নেরই উত্তর খুঁজতে চেয়েছেন নোবেলজয়ী এক অর্থনীতিবিদ।

Symbolic image of Rupees

ছবি- সংগৃহীত

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ২১:২১
Share: Save:

টাকার সঙ্গে সুখের সম্পর্ক সমান্তরাল? এ প্রশ্ন বহুদিনের। এ নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলেন টাকা শুধু টাকার পরিমাণ বাড়ায়, মনের শান্তি আনে না। অনেকের মত, অর্থই অনর্থের মূল। কিন্তু সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন এমন মানুষও তো আছেন। যাঁরা বলেন, টাকা দিয়ে নাকি সমস্ত সুখ কেনা যায়। এমন বহু আলোচিত প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নোবেলজয়ী এক অর্থনীতিবিদ ও তাঁর সহকারীরা বেছে নিলেন দ্বিতীয় মতকেই। অর্থাৎ, অর্থ-প্রতিপত্তিই ব্যক্তিজীবনে সুখ বয়ে আনে।

তাঁদের গবেষণা বলছে, যথেষ্ট আয় এবং উপার্জন বাড়িয়ে তোলার সঙ্গে সুখের পরিমাণ বৃদ্ধির প্রবণতা রয়েছে। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যান এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক ম্যাথু কিলিংসওয়ার্থের একটি গবেষণালব্ধ ফল। আমেরিকায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী ৩৩,৩৯১ জন মানুষ, যাঁদের পারিবারিক আয় বছরে ৮ লক্ষ টাকার উপর, তাঁদের নিয়ে এই সমীক্ষাটি করা হয়েছে। গবেষণার পর দু’টি বড় সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা। একটি হল, বছরে বেশি আয়ের সঙ্গে সুখের যোগ রয়েছে। অপরটি হল, মুষ্টিমেয় কিছু জন জানিয়েছেন যে, সম্পদ বাড়িয়ে তোলার সঙ্গে তাদের সুখের আহামরি কোনও পরিবর্তন হয়নি। জীবনযাত্রায় প্রভাব পড়েনি।

ওই গবেষণা ২০১০ সালেরই একটি গবেষণার বিরোধিতা করছে। যেখানে বলা হয় অর্থ শুধুমাত্র একটি পর্যায় পর্যন্ত সুখকে বাড়িয়ে তুলতে পারে। সে ক্ষেত্রে বার্ষিক আয় হতে হবে প্রায় ৬২ লক্ষ টাকা। এর আগে কাহনেম্যানের এই গবেষণার ফল এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে, একটি ক্রেডিট কার্ড কোম্পানির প্রতিষ্ঠাতা তাঁদের কর্মচারীদের ন্যূনতম বেতনই বছরে ৬১ লক্ষ টাকা করেছিলেন। এমনকি, এর জন্য নিজেদের বেতনও কমিয়ে ফেলেন ঊর্ধ্বতনদের কয়েক জন।

এখন এই নতুন গবেষণাটি চলতি মাসে ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেসের কার্যপ্রণালীতে প্রকাশিত হয়েছে। তবে শেষে ‘বিধিসম্মত সতর্কীকরণ’ দিয়েছেন কিলিংসওয়ার্থ। তিনি একটি বিবৃতিতে বলেন, “সুখের বহু নির্ধারক আছে। তার মধ্যে একটি হল অর্থ। তবে অর্থই যে সুখের একমাত্র গোপন চাবিকাঠি, এমনটা নয়। তবে মানুষের জীবনে সুখ বৃদ্ধি করতে অনেকটাই সাহায্য করে অর্থ।’’

অন্য বিষয়গুলি:

money Happiness
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy