এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
জ্ঞানেন্দ্র কুমার বেহেরা, ভুবনেশ্বর - শ্রীলেদার্সের সঙ্গে আমাদের ২৫ বছরের সম্পর্ক। সময়ের সঙ্গে সঙ্গেই ব্র্যান্ডের সাথে আমাদের সম্পর্ক আরও জোরদার হয়েছে।
০২০৯
উত্তম চেল, বাঁকুড়া - কলকাতার শ্রীলেদার্সের নাম বাঁকুড়ার প্রতিটি মানুষের মুখে মুখে ঘোরাফেরা করে এবং তার কারণ এখানকার প্রোডাক্টের কোয়ালিটি ও সঠিক দাম। শ্রীলেদার্সের সঙ্গে যুক্তে থাকতে পেরে আমি সত্যিই গর্বিত।
০৩০৯
রঞ্জিত কুমার নন্দী,গড়িয়া - শ্রীলেদার্স মানেই ঐতিহ্য। আমাদের প্রত্যেকের কাছে ইমোশনের মতো।
০৪০৯
সঞ্জীব পোদ্দার, শিলিগুড়ি - আমাদের শোরুমের প্রথম দিনের কথা আমার এখনও মনে আছে। প্রায় ১ কিলোমিটার লম্বা লাইন পড়ে গিয়েছিল। এটাই শ্রীলেদার্সের প্রতি মানুষের ভালবাসা ও বিশ্বাস।
০৫০৯
অঞ্জন ভট্টাচার্য, শ্রীরামপুর - মানুষের ভালবাসার কারণেই আজ শ্রীলেদার্স এত বড় হয়ে উঠেছে। এখানে কাজ করতে পেরে আমি গর্বিত।
০৬০৯
সন্তু ঘোষ, বর্ধমান - শ্রীলেদার্স মানেই মানুষের বিশ্বাস। পুজো হোক বা অন্য যে কোনও উৎসব, কেনাকাটা মানেই শ্রীলেদার্স।
০৭০৯
প্রবীর দাস, হাওড়া - মানুষ শ্রীলেদার্সকে অত্যন্ত বিশ্বাস করে। ছোট্ট একটা ঘটনা বলি; একবার পুজোর সময় দোকানের বাইরেও বিশাল লাইন পড়েছিল। এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। কিন্তু কোনও কাস্টমার তাদের লাইন ছেড়ে যাননি। এটাই আমাদের শ্রীলেদার্স।
০৮০৯
নির্মল কুমার মন্ডল, বহরমপুর - শ্রীলেদার্সের সঙ্গে কাজ করা যেন এক অন্যরকম অভিজ্ঞতা। এত ভালবাসা, এত আদর আগে কখনও পাইনি।
০৯০৯
সুশান্ত মুখার্জি, মালদহ - ক্রেতারা শ্রীলেদার্সকে যথেষ্ট ভরসা ও বিশ্বাস করে বলেই বার বার বাড়ির সকলকে নিয়ে শ্রীলেদার্সে আসে এবং আনন্দ সহকারে কেনাকাটি করে।