বস্ত্রহীন রণবীরকে কাপড় দিতে ‘বস্ত্রদান কর্মসূচি’।
কাশ্মীরি গালিচার উপর অনাবৃত রণবীর সিংহ। হাত দিয়ে আড়াল করে রেখেছেন গোপনাঙ্গ। দিন কয়েক আগে এক ফ্যাশন পত্রিকার জন্য করা রণবীরের এই বিশেষ ফটোশ্যুট নেটমাধ্যমে এখন বেশ ভাইরাল। সেই ছবি দেখে কেউ প্রশংসায় গদগদ, কেউ আবার রণবীরের নগ্নতা নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকেই রণবীরেই এই কীর্তি ভাল চোখে দেখেননি। নেটমাধ্যমে তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
রণবীরের এই ফটোশ্যুট একেবারেই ভাল চোখে দেখননি ইনদওরের এক দল মানুষ। তাঁদের মতে শালীনতার সীমা লঙ্ঘন করেছেন রণবীর। ইনদওরের এক স্বেচ্ছাসেবী সংস্থা রণবীরের এই কীর্তি দেখে তাঁর জন্য এক বস্ত্রদান কর্মসূচির আয়োজন করেছে। সেই ভিডিয়োটিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বেশ কিছু লোকজন একটি বাক্সকে ঘিরে ভিড় করে দাঁড়িয়ে। বাক্সের গায়ে রণবীরের সেই বিতর্কিত ছবি লাগানো। নীচে লেখা হিন্দি ভাষায় লেখা ‘মানসিক জঞ্জাল’। বাক্সটি ঘিরে থাকা জনতার হাতে নানা ধরনের কাপড়। কারও ঝুলি থেকে বেরোচ্ছে নামী-দামি সংস্থার পোশাক, কারও ঝুলি থেকে বেরোচ্ছে অন্তর্বাস! সকলেই জামাকাপড়গুলি সেই বাক্সে দান করছেন। এটাই যেন তাঁদের প্রতিবাদের ভাষা।
#madhyapradesh#indore#ranveersinghnudephotoshoot
— Sweta Gupta (@swetaguptag) July 24, 2022
रणीवर सिंह के न्यूड फोटोशूट से भड़के इंदौर के लोग pic.twitter.com/QE4mz7bz84
শুধু তা-ই নয়, মহিলাদের মূল্যবোধ, অনুভূতিতে আঘাত হেনেছেন— এই অভিযোগে মুম্বইয়ের শহরতলির এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে সোমবার অভিযোগ দায়ের করা হয়েছে। এক মহিলা আইনজীবীর দায়ের করা অভিযোগ এফ আই আর হিসাবে নথিভুক্ত করল মুম্বইয়ের চেম্বুর থানার পুলিশ।
এই প্রসঙ্গে রণবীরও মুখ খুলেছেন। তিনি বলেন, ‘‘শারীরিক ভাবে নগ্ন হওয়া আমার পক্ষে খুব সহজ, কিন্তু আমি যে কত সময়ে অভিনয় করতে গিয়ে নগ্ন হয়েছি? নিজের সত্তাকে অনাবৃত করে সকলের সামনে এনেছি? তা কি কেউ দেখতে পাননি? আমি হাজার লোকের সামনে নগ্ন হতে পারি, কিছু যায়-আসে না আমার। বরং যাঁদের সামনে হতে চাই, তাঁরাই অস্বস্তিতে পড়বেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy