Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Lifestyle

ঈর্ষা করছেন কি কেউ, কী ভাবে বোঝা যাবে সে কথা

এমন অনেক পরিচিত মানুষ থাকেন যাঁদের দেখে বোঝা যায় তাঁরা সর্বক্ষণ নকল করছে আপনাকে।তেমন কাউকে যদি দেখতে পান, তবে একটা বিষয় খেয়াল রাখা প্রয়োজন।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২১ ১৯:৪২
Share: Save:

বন্ধু, ভাই-বোন, সহকর্মী। এমনকি নিজের সঙ্গী। সে যিনিই হোন না কেন, ঈর্ষা ঢুকে পড়তেই পারে সম্পর্কের মধ্যে। এ প্রবণতা সব সময়ে হয়তো নিয়ন্ত্রণ করাও যায় না। তার চেয়েও বড় কথা বোঝাই যায় না অনেক ক্ষেত্রে, পরিস্থিতি ঠিক কখন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে।
কী ভাবে বুঝে নিতে হবে কেউ আপনাকে ঈর্ষা করছেন কি না? রইল তার ৩টি উপায়।
কেউ কি নকল করছে
এমন অনেক পরিচিত মানুষ থাকেন যাঁদের দেখে বোঝা যায় তাঁরা সর্বক্ষণ নকল করছে আপনাকে। তেমন কাউকে যদি দেখতে পান, তবে একটা বিষয় খেয়াল রাখা প্রয়োজন, এমন হতেই পারে যে নকল করার প্রবণতা আসছে ঈর্ষা থেকেই।
বারবার খামতির কথা উল্লেখ করছে
ভাল দিকগুলো না দেখে যদি কেউ সর্বক্ষণ খামতিটা দেখেন, তখন বুঝতে হবে কিছু সমস্যা আছে।

সাধারণত আর এক জনের ত্রুটি খুঁজে বা করার ইচ্ছা তখনই হয়, যখন তার প্রতি ঈর্ষা জন্মায়।
প্রতিযোগিতার প্রবণতা
খেয়াল করলে দেখা যাবে, সারাক্ষণ নিজেকে কেউ আপনার থেকে বেশি গুরুত্বপূর্ণ বা প্রভাবশালী প্রমাণ করার চেষ্টা করছেন। তেমন প্রবণতা দেখতে পেলে বুঝতে হবে আপনাকে নিয়ে সমস্যায় পড়েছেন তিনি। নিশ্চয়ই হিংসা করছেন। তাই আপনার চেয়ে নিজের সব কিছু বেশি ভাল দেখানোর চেষ্টা।
কেউ ঈর্ষা করলে তাঁকে আটকানো যাবে না। তবে জেনে রাখা সব সময়েই ভাল, কে ঈর্ষা করছে আপনাকে।

অন্য বিষয়গুলি:

Relationship Tips Lifestyle
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE