কালো চোখ: কালো চোখের ব্যক্তিরা দায়িত্বশীল এবং প্রগাঢ় স্বভাবের হয়। তাদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এরা খুবই আশাবাদী। মানুষের উপকারে সবসময় নিজেদের উৎসর্গ করে। কিন্তু তারা অনেক কিছুই গোপন করে। নিজের সম্পর্কে তেমন কথা বলতে পছন্দ করে না।
চোখ নাকি মনের কথা বলে। চোখকে ‘মনের জানালা’ বলে অনেকে। কারণ, চোখের রঙ মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে। আমরা যখন রেগে যাই তখন চোখ হয় লাল। আবার আনন্দিত হলে চোখ ঝলমল করে ওঠে। চোখের ভাষা সম্পর্কে এ রকম নানা তথ্য চলে আসছে দীর্ঘ দিন ধরে। সম্প্রতি বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন চোখের রঙের সঙ্গে মানুষের আচরণের যোগসূত্র। গবেষণায় উঠে এসেছে, বাদামি ও হালকা বাদামি রঙের চোখ শুধু বিশ্বস্ত নয়, আকর্ষণীয়ও বটে। বাকি চোখের রঙ কী বলে? দেখে নিন সঙ্গে গ্যালারিতে।
আরও পড়ুন:
অন্তর্বাস থেকে জিনস্, মোমবাতি সবই রাখুন ফ্রিজে
কেন হয় এই ঘমাচি? কী করে ঠেকাবেন?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy