Advertisement
E-Paper

সূর্যপোড়া ত্বকের মলম

অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্ষতিগ্রস্ত ত্বক সারিয়ে তুলবেন কী করে?

সায়নী ঘটক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১০:২৮
Share
Save

দীর্ঘক্ষণ রোদে কাজ করতে হলে, তাঁদের ত্বকে সরাসরি প্রভাব ফেলে সূর্যালোক। অতিবেগুনি রশ্মির দীর্ঘমেয়াদি প্রভাব চিরস্থায়ী ক্ষতি করতে পারে ত্বকের। এর ফলে সময়ের আগেই বয়সের ছাপ পড়ে যায় ত্বকে, হতে পারে আরও গভীর ক্ষতি। একেই বলে ফোটোএজিং বা ডার্মাটোহেলিয়োসিস। মাঠে-ঘাটে-রাস্তায় ঘুরে কাজ করেন যাঁরা, তাঁদের সকলের ত্বকেই এই ফোটোএজিং চোখে পড়ে সবচেয়ে বেশি।

ডার্মাটোলজিস্ট সন্দীপন ধর জানালেন, সাধারণত ষাট বছর বয়সের পরে যেখানে চামড়ায় ভাঁজ বা বলিরেখা আসার কথা, অনেক সময়েই দেখা যায় তা আগেই চলে এসেছে। এর জন্য ত্বকে সূর্যালোকের প্রভাবকে প্রত্যক্ষ ভাবেই দায়ী করা যায়। ‘‘ইউভি এ এবং বি থেকে ফোটোইনডিউজ়ড ড্যামেজ অনেক সময়ে ত্বকের ক্যানসারের আশঙ্কা বাড়িয়ে দেয়। রোদ তো বটেই, এ ছাড়া যাঁরা কৃত্রিম চড়া আলোর সামনে অনেকক্ষণ কাজ করেন, যেমন অভিনেতারা, তাঁদের ত্বকেও ফোটোএজিং দেখা যায়,’’ বললেন ডা. ধর। সমুদ্র বা পাহাড়ে দীর্ঘক্ষণ রোদে উন্মুক্ত দেহে থাকলেও ত্বকের পরিবর্তন হয় দ্রুত।

কী ধরনের ক্ষতি হয়?

ফোটোএজিংয়ে যে সমস্যাগুলি প্রত্যক্ষ ভাবে দেখা যায়, তা হল—

  • ত্বকের রং পাল্টে যাওয়া ও ইলাস্টিসিটি নষ্ট হওয়া
  • বলিরেখা পড়া এবং পরবর্তী কালে তা ডিপ রিঙ্কলসে পরিণত হওয়া
  • টেলানজেক্টেসিয়া অর্থাৎ ত্বকের উপরে লাল ছোপ তৈরি হওয়া
  • সোলার লেন্টিজেনিস, অর্থাৎ ত্বকের উন্মুক্ত অংশে বাদামি স্পট তৈরি হওয়া
  • সোলার কেরাটোসিস, অর্থাৎ ত্বকের উপরের অংশ রুক্ষ হয়ে যাওয়া ও গ্রোথ তৈরি হওয়া, যা ম্যালিগন্যান্টও হতে পারে। এটি প্রিক্যানসারাস, তাই এ ক্ষেত্রে নিয়মিত বায়পসি করানো দরকার
  • সোলার ইলাস্টোসিস, অর্থাৎ ডার্মিসের ইলাস্টিক টিসু ক্ষতিগ্রস্ত হয় এবং চামড়া শক্ত, হলদেটে এবং ভাঁজযুক্ত হয়ে ওঠে

ডায়াবিটিস কিংবা থাইরয়েডের মতো অসুখ এই ফোটোএজিং আরও বাড়িয়ে তোলে। পলিমরফাস লাইট ইরাপশন হয় অনেকের ত্বকে, অর্থাৎ রোদে গেলেই ত্বকে অ্যালার্জি হয়। এ ছাড়া যাঁরা রোদের মধ্যে গাছ নিয়ে পরিচর্যা করেন, তাঁদের ফাইটোফোটোডার্মাটাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। এতে ত্বকে ফোস্কার মতো বা পোড়া ভাব দেখা দিতে পারে।

প্রতিকার কী?

রোদের হাত থেকে ত্বককে বাঁচিয়ে চলাই এর একমাত্র সমাধান। তবে যাঁদের কাজের সূত্রে রোদে দীর্ঘক্ষণ থাকতেই হয়, তাঁরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন, যেমন—

  • রোদে বেরোনোর ১০-১৫ মিনিট আগে অন্তত এসপিএফ ৫০ যুক্ত সানস্ক্রিন লাগাতে হবে। পুরু ভাবে লাগাতে হবে যাতে একটা স্তর তৈরি হয়। ঘণ্টাদুয়েক অন্তর লাগাতে হবে।
  • ছাতা, বড় টুপি, ফুলহাতা জামার আবরণ জরুরি, বিশেষত পাহাড় বা সমুদ্রে বেড়াতে গেলে।

ডা. ধরের মতে, ফোটোএজিংয়ের চিকিৎসায় অ্যান্টিঅক্সিড্যান্টসের ব্যবহার রয়েছে। গ্লাইকোলিক অ্যাসিড, ভিটামিন সি এবং ই সমৃদ্ধ খাবার ও সাপ্লিমেন্টস দরকার। তাঁর কথায়, ‘‘রেটিনয়েডও ফোটোএজিংকে প্রতিরোধ করে। কখনও ক্রিম, কখনও বা ওষুধের মাধ্যমে এটা দেওয়া হয়।” এ ছাড়া সবুজ আনাজ, ফল খেতে হবে, যা ত্বককে ভিতর থেকে রক্ষা করবে। এই সাবধানতা মেনে চললে উপকার পাওয়া যাবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Sun burn

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}