Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Kasundi Ilish

ফিশ ফ্রাইয়ের সঙ্গে কাসুন্দি সকলেই খান, কিন্তু ইলিশ মাছের রান্নায় ক’জন ব্যবহার করেন?

ইলিশ মাছ ভাপা, ভাজা, ঝোল, ঝাল— সবই তো খেয়েছেন। কিন্তু কাসুন্দি ইলিশ খেয়েছেন কখনও? রইল সেই রেসিপি।

Image of Kasudi Ilish.

কাসুন্দি দিয়ে রান্না করুন ইলিশ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৩ ২০:৫৮
Share: Save:

মাছের স্বাদ যেমনই হোক, বর্ষাকালে বাড়িতে ইলিশ আসবে না, তা কী করে হয়? খিচুড়ির সঙ্গে ইলিশ ভাজা, বেগুন দিয়ে ইলিশের ঝোল, সর্ষের ঝাল সবই তো খেয়েছেন। কিন্তু বন্ধুর বাড়িতে খাওয়া কাসুন্দি ইলিশের স্বাদ মুখে লেগে রয়েছে। ওই পদটি তৈরি করবেন বলেই বাজার থেকে মস্ত একটি ইলিশ আর কাসুন্দির শিশি কিনেছেন। ভাজা খাবারের সঙ্গে কাসুন্দি খেয়েছেন বহু বার। কিন্তু কাসুন্দি দিয়ে ইলিশ রান্না করবেন কী করে? চিন্তা নেই। রইল কাসুন্দি ইলিশের রেসিপি।

উপকরণ

ইলিশ মাছ-৬ টুকরো

কাসুন্দি-১/২ কাপ

হলুদ গুঁড়ো-১/৪ চা চামচ

সর্ষের তেল-১/৪ কাপ

কাঁচালঙ্কা-৪,৫টা

নুন-স্বাদ মতো

প্রণালী

১) একটা বড় কড়াইতে কাসুন্দি, তেল, নুন ও হলুদ একসঙ্গে নিয়ে ইলিশ মাছের টুকরোয় মাখিয়ে নিন।

২) এর উপরে কাঁচালঙ্কা চিরে দিন। ১৫ থেকে ২০ মিনিট এই মিশ্রণ মাখিয়ে রেখে দিন।

৩) এর পর একটি টিফিন বাক্সে কাসুন্দি মাখানো মাছগুলি রেখে দিন।

৪) এ বার কড়াইতে জল গরম করতে দিন। মাছ ভরা বাক্সটি ওই ফুটন্ত জলের মধ্যে বসিয়ে দিন।

৫) মিনিট ১৫ পরে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাসুন্দি ইলিশ।

অন্য বিষয়গুলি:

Recipe
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE