কবে মিলবে এমন ছাড়?
আপনি কি জানেন ২৩ সেপ্টেম্বর মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এমআইএ) জাতীয় সিনেমা দিবস উদ্যাপন করছে? শুধু তাই নয়, এই উদ্যাপনের অংশ হিসাবে দর্শক মাত্র ৭৫ টাকায় মাল্টিপ্লেক্সে বসে সিনেমা দেখার সুযোগও পাবে। ভাবছেন বুঝি মশকরা করছি? না! ২৩ সেপ্টেম্বর ভারতের প্রায় চার হাজারটি মাল্টিপ্লেক্স পেক্ষাগৃহে ৭৫ টাকায় টিকিট কেটে সিনেমা দেখার সুযোগ পাবে সিনেমাপ্রেমীরা।
যে কোনও মাল্টিপ্লেক্সে সাধারণ সিটের জন্য টিকিটের মূল্য প্রায় ৩০০ টাকা আর প্রিমিয়াম টিকিট কেনার জন্য খরচ পড়ে প্রায় ১০০০ টাকা। তবে এই বিশেষ দিনের জন্য সিনেমাপ্রেমীরা প্রিমিয়াম টিকিটও পেয়ে যাবেন মাত্র ৭৫ টাকাতেই।
কোন কোন মাল্টিপ্লেক্সে গেলে এই ছাড় মিলবে?
পিভিআর
আইনক্স
সিনেপোলিস
কার্নিভাল
মিরাজ
Cinemas recording sold out shows in advance on ‘National Cinema Day’#NationalCinemaDay2022 #September23 pic.twitter.com/PB8v6Xu5D0
— Multiplex Association Of India (@MAofIndia) September 22, 2022
কী ভাবে অনলাইনে ৭৫ টাকার টিকিট বুক করবেন?
১) প্রথমে নির্দিষ্ট মাল্টিপ্লেক্সের অনলাইন অ্যাপ বা ‘বুক মাই শো’-এর অ্যাপ ডাউনলোড করতে হবে।
২) অ্যাপটি ইনস্টল করার পর নিজস্ব গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপটিতে ‘সাইন ইন’ করুন।
৩) নিজের শহর নির্বাচন করুন।
৪) পছন্দের সিনেমা ও ২৩ সেপ্টেম্বর তারিখটি নির্বাচন করুন।
৫) নিজের সুবিধা মতো সময় ও সিট নির্বাচন করুন।
৬) ৭৫ টাকা অনলাইনে জমা করুন। তা হলেই পেয়ে যাবেন সিনেমার টিকিট।
তবে ‘পিভিআর গোল্ড’ সার্ভিস এই ছাড়ের আওতায় পড়বে না! ‘বুক মাই শো’ অ্যাপ থেকে টিকিট কাটলে আপনাকে ৭৫ টাকার উপর বাড়তি জিএসটি দিতে হবে। প্রেক্ষাগৃহে গিয়ে টিকিট কেটে নিতে পারলে সবচেয়ে ভাল, কোনও বাড়তি টাকা দিতে হবে না আপনাকে। তবে এই ছাড়ের সুবিধা সকলেই নিতে চাইবে, তাই দেরি না করে টিকিট কেটে ফেলাই শ্রেয়!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy