মানসিক স্বাস্থ্যের প্রতি নজর জরুরি! ছবি: শাটারস্টক।
ঘরের কাজ, অফিসের কাজ ঠিক সময় মতো করতে গিয়ে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সময়ই হচ্ছে না! রাতে ঘুমও হচ্ছে না ঠিকঠাক। ফলে পরের দিন সকালে একরাশ ক্লান্তি নিয়ে চোখ খোলা। কাজে মনোযোগ না দিতে পারা। কর্মব্যস্ত জীবনে মানসিক চাপে ভোগেন কমবেশি সকলেই। এই সমস্যা থেকে মুক্তির পথ খুঁজছেন সবাই।
কর্মীদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে তাঁদের জন্য ছুটির বন্দবস্ত করল ভারতের এক অনলাইন শপিং সাইট। অফিসের কাজের চাপে বিশ্রাম নেওয়ার সময় পাওয়া দায়! তাই অনলাইন শপিং সাইট ‘মিশো’ কর্মীদের মানসিক স্বাস্থ্যের উন্নতির কথা ভেবে বিশ্রাম নিতে ও চাঙ্গা হওয়ার জন্য ১১ দিনের ছুটির ঘোষণা করল। ১১ দিনের এই কর্মবিরতি শুরু হবে উৎসবের মরসুম শেষ হওয়ার পর ২২ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত।
‘মিশো’র প্রতিষ্ঠাতা এবং সিটিও সঞ্জীব বার্নওয়াল টুইটারে এই কর্মীদের জন্য এই কর্মবিরতির ঘোষণা করেন। তিনি লেখেন, ‘এই নিয়ে দু’বছর আমরা কর্মীদের জন্য টানা ১১ দিনের কর্মবিরতি ঘোষণা করছি। আসন্ন উৎসবের মরসুমে কাজের চাপ বাড়বে, তাই তার পর কর্মীদের বিশ্রাম নেওয়ার জন্য ও নিজেকে চাঙ্গা করার জন্য ২২ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ১১ দিনের ছুটি ঘোষণা করা হল মিশোর তরফে! মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া ভীষণ জরুরি।’
We’ve announced an 11-day company-wide break for a second consecutive year!
— Sanjeev Barnwal (@barnwalSanjeev) September 21, 2022
Keeping the upcoming festive season & the significance of #WorkLifeBalance in mind, Meeshoites will take some much-needed time off to Reset & Recharge from 22 Oct-1 Nov.
Mental health is important.
এর আগেও ‘মিশো’ কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একাধিক ছুটির কথা ঘোষণা করেছে। শরীর অসুস্থ হলে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ছুটি, মহিলা অথবা পুরুষ দু’জনের ক্ষেত্রেই ৩০ সপ্তাহের ছুটি এমনকি, লিঙ্গ পরিবর্তন করার পরেও ৩০ দিনের ছুটি পাবে ‘মিশো’-র কর্মীরা।
করোনা অতিমারি পর্বে অবসাদে ভুগে আত্মহত্যার একাধিক খবর পাওয়া গিয়েছিল। লকডাউনে ঘরবন্দি থেকে অনেকে হতাশাতেও ভুগেছেন। হতাশার সেই ছবিও ধরা পড়েছে বিভিন্ন সময়ে। মনের স্বাস্থ্য নিয়ে সতর্ক হতে বারংবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা। এই পরিস্থিতিতে ‘মিশোর’-র এমন পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবি রাখে, এমনই মনে করছেন নেটিজেনরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy