ঝকঝকে সাদা নখ দেখতে ভাল লাগলেও সব সময় বাস্তবে তা হয় না। অনেক কারণে নখে হলদে ছাপ পড়ে যায়। বিশেষ করে যদি দীর্ঘ দিন ধরে নেলপলিশ লাগানো থাকলে। তখন নখ থেকে সেই হলদে ভাব দূর করা মুশকিল হয়ে পড়ে। কিন্তু বাড়ির একটি অতি সাধারণ জিনিস দিয়ে আপনার মুশকিল আসান হওয়া সম্ভব। তা হল টুথপেস্ট। তবে সাদা টুথপেস্ট চাই। রঙিন জেল টুথপেস্ট কাজ হবে না। কী করে করবেন, জেনে নিন।
আরও পড়ুন:

প্রতীকী ছবি।
১। প্রথমে নখ কেটে ফাইলার দিয়ে ভাল করে ঘষে নখের আকার ঠিক করে নিন।
২। এর পর টুথপেস্ট নখে লাগিয়ে নিন। পাতলা করে লাগালেই চলবে। হয়ে গেলে ১০ মিনিট রেখে দিন।
৩। এ বার একটি ব্রাশ দিয়ে (নেল ব্রাশ না থাকলে পুরনো টুথব্রাশও ব্যবহার করতে পারেন) নখগুলি ভাল করে ঘষে নিন। এতে নখের স্বাস্থ্য ভাল হবে এবং নখের রং আরও উজ্জ্বল হবে।
৪। এ বার তুলো জলে ভিজিয়ে ভাল করে নখ পরিষ্কার করে নিন। একই পদ্ধতি কয়েক দিন পর পর করলে নখের স্বাভাবিক রং ফিরে আসবে।