এই কালীপুজোয় মোমবাতি কেনার কথা ভাবছেন? সে অবশ্য বারান্দা বা দরজার গোড়ায় দিতে, তাই তো? কিন্তু এমন কিছু মোমবাতির খবর এই প্রতিবেদনে থাকছে, যে গুলি ঠিক লিকলিকে সাদা-সাদা মোমবাতি নয়। তার চেয়েও বড় কথা এগুলি জ্বালালে ঘরদোর সুবাসে ভ’রে ওঠে। না জ্বালিয়ে শুধু রেখে দিলেও ঘরের শোভা বাড়িয়ে দেয়। বলা বাহুল্য, এগুলি দেখতে বেশ বাহারি।
কিন্তু সব ধরনের মোমবাতি ঘরের সব জায়গায় মানায় না। এমনকি সব সুগন্ধ সব সময়ের জন্য নয়। বাড়িতে পুজো থাকলে একরকম সুগন্ধর চাহিদা থাকে আবার গল্প-আড্ডার সময় তার ধরন পাল্টায়। সাধারণ শান্ত সময়ে সেই গন্ধ আরেক রকম হওয়াটাই বাঞ্ছনীয়। পুজোর সময় ধুনো-ধুনো গন্ধ খুব যায়, হইহই আড্ডায় ফুলেল সুবাস, সাধারণ সময়ে মৃদু যে কোনও সুগন্ধি।