Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Homes

Monsoon Home Tips: বর্ষায় ঘরের স্যাঁতসেঁতে গন্ধ! দূর করবেন কী উপায়ে

বৃষ্টির সময়ে ঘরে একটা ভ্যাপসা গন্ধ থাকে। রইল সেই গন্ধ তাড়ানোর সহজ কিছু টোটকা।

কয়েকটি ঘরোয়া টোটকা প্রয়োগ করেই ঘরের গন্ধ দূর করা সম্ভব।

কয়েকটি ঘরোয়া টোটকা প্রয়োগ করেই ঘরের গন্ধ দূর করা সম্ভব। ছবি- সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০২২ ২০:১০
Share: Save:

বর্ষাকালে রোদের দেখা পাওয়া ভার। লুকিয়ে থাকে মেঘের আড়ালে। পর্যাপ্ত রোদের অভাবে জামাকাপড় শোকানো সম্ভব হয় না। অগত্যা ভিজে জামাকাপড়গুলি ঘরেরই সুবিধামতো একটি কোণে মেলে রাখা ছাড়া কোনও উপায় থাকে না। ভিজে জামাকাপড় ঘরে শোকানোর ফলে ঘরময় কেমন একটা স্যাঁতসেঁতে গন্ধে ভরে যায়। তা ছাড়া, এই সময়ে এমনি বর্ষার ছাঁট আসার কারণে জানলা বন্ধ করে রাখা হয়। বাইরের আলো-বাতাস ঢুকতে পারে না। সব মিলিয়ে ঘরে ঢুকলেই একটা ভ্যাপসা গন্ধ নাকে আসে। সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। কয়েকটি ঘরোয়া টোটকা প্রয়োগ করেই ঘরের গন্ধ দূর করা সম্ভব।

১) ভ্যাপসা গন্ধ দূর করতে ঘরের কোনও একটি উঁচু জায়গায় বাটিতে কিছুটা ভিনিগার ঢেলে রেখে দিন। ভিনিগার ঘরের গন্ধ শুষে নেবে।

২) বাজারে সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। সেগুলি মাঝেমাঝে জ্বালিয়ে রাখতে পারেন। ঘরের শোভাও বাড়ল, আবার গন্ধও কাটল।

৩) পছন্দের গন্ধের রুম ফ্রেশনার ব্যবহার করুন। গন্ধ অনেক ক্ষণ স্থায়ী হবে এমন বৈশিষ্ট্যযুক্ত ফ্রেশনার কিনুন।

৪) বৃষ্টির সময়ে জানলা বন্ধ রাখলেও থেমে গেলে জানলা খুলে দিন। এতে বাইরের ঠান্ডা হাওয়া এসে ভ্যাপসা ভাবটা অনেকটা কেটে যাবে।

৫) জানলা-দরজার পর্দা থেকেও গন্ধ ছড়াতে পারে। বর্ষায় সপ্তাহে এক বার করে পর্দা কেচে নিন।

অন্য বিষয়গুলি:

Homes Monsoon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE