বসন্ত মানেই রঙের ঋতু। গাছে নতুন পাতা, উজ্জ্বল ফুল, তাজা সবুজ আর নানা রঙে ঝকঝক করে চারপাশ। যাঁরা ছাদে বা বাড়ির বারান্দায় বা বাড়ির লাগোয়া জমিতে ফুলের গাছ লাগাতে ভালবাসেন, তাঁরা এই ঋতুর জন্য মুখিয়ে থাকেন। কারণ বসন্তে তাঁদের সাধের বাগান আরও রঙিন হয়ে ওঠে। বাগানের রং উজ্জ্বল করতে পয়েনসেটিয়ার জুরি মেলা ভার। সেই পয়েনসেটিয়া কোন সময় রোপন করতে হয়। কী ভাবেই বা নিতে হয় যত্ন। সাতটি জরুরি বিষয় মাথায় রাখতে হবে।

ছবি: সংগৃহীত।
১। রোপন: পয়েনসেটিয়ার চারা রোপন করার সেরা সময় হল বসন্তের শেষ দিকে বা গ্রীষ্মের শুরুতে। সরাসরি মাটিতেও চারা বসাতে পারেন আবার টবেও লাগাতে পারেন গাছ। তবে টবে বসালে বড় টব বেছে নেওয়াই ভাল। আর যদি পয়েনসেটিয়া ঘরের ভিতরে রাখতে চান, তবে বছরের যে কোনও সময়েই ওই গাছ লাগাতে পারেন।
২। তাপমাত্রা: পয়েনসেটিয়া গ্রীষ্মপ্রধান দেশেরই গাছ। ফলে তাপমাত্রা বেশি পেলেই ভাল। ঘরে রাখলে শীতকালে ঠান্ডা বেশি থাকে এমন জায়গায় বা খোলা জানলার সামনে না রাখাই ভাল। ২০ ডিগ্রির আশপাশের তাপমাত্রা এই গাছের জন্য আদর্শ।
৩। জল: নতুন টবে রোপন করার পরে নিয়মিত জল দেওয়া প্রয়োজন। তবে এই গাছ বেশি জল সহ্য করতে পারে না। বেশি জল পেলে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই গাছের মাটির উপরের অংশ শুকনো দেখালে তবেই জল দিন।
৪। রোদ: সরাসরি সূর্যের আলোয় না রেখে এমন জায়গায় রাখুন যেখানে আলো আসে কিন্তু চড়া রোদ পড়ে না। সকালের বা বিকেলের দিকের নরম আলো পড়লে অসুবিধা নেই।
৫। মাটি: মাটিতে যাতে জল না জমে সেই ব্যবস্থা রাখতে হবে। খুব ভাল হয় কোকোপিট ব্যবহার করলে।
৬। সার: জলে সহজে গুলে যায় এমন সার ব্যবহার করুন। বাড়িতে বানালে কলার খোসা ভিজেয়ে সার তৈরি করতে পারেন।
৭। আর্দ্রতা: পয়েনসেটিয়া আর্দ্রতা পছন্দ করেন। তাই ঘরে রাখলে এবং ঘরের আবহাওয়া শুষ্ক হলে গাছে জল স্প্রে করতে পারেন।