Advertisement
৩১ অক্টোবর ২০২৪
Scented Candle

সুগন্ধি মোমবাতি কিনতে ভুলে গিয়েছেন? সন্ধের আগে বাড়িতেই বানিয়ে নিতে পারেন মোম

এ বছর সুগন্ধি মোমবাতি কিনতে ভুলে গিয়েছেন? বিমর্ষ হয়ে না প়়ড়ে বরং কমসময়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই ধরনের মোমবাতি। কী ভাবে বানাবেন, রইল হদিস।

সুগন্ধি মোমবাতি।

সুগন্ধি মোমবাতি। ছবি: সংগৃহীত।

কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৫:০১
Share: Save:

আলোর উৎসব দীপাবলি। কালী আরাধনার রাতে আলোয় ভরে ওঠে চারপাশ। বাহারি আলোর রোশনাইয়ে আলোকিত হয়ে অন্দর থেকে খিড়কি-দুয়ার। কেউ টুনির আলোয় ঘর সাজান, কারও বা়ড়ি আলোকিত হয় মোমের নরম আলোয়। ইদানীং সুগন্ধি মোমবাতি দিয়েও ঘর সাজান অনেকে। এ বছর সুগন্ধি মোমবাতি কিনতে ভুলে গিয়েছেন? বিমর্ষ হয়ে না প়়ড়ে বরং কমসময়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই ধরনের মোমবাতি। কী ভাবে বানাবেন, রইল হদিস।

১) সবার প্রথম যে আকারের মোমবাতি বানাতে চাইছেন, সে মাপের একটি কাচের পাত্র জোগাড় করুন।

২) তার পর সেই পাত্রে কী পরিমাণ মোম ধরবে, সেটা দেখে নিয়ে তার দ্বিগুণ পরিমাণে মোম বাজার থেকে কিনে আনুন।

৩) একটি বাটিতে জল গরম করুন। এ বার আর একটি বাটিতে পরিমাণ মতো মোম নিয়ে সেই বাটিটা গরম জলের পাত্রের উপর রেখে দিন। ডবল বয়লিং পদ্ধতিতে মোমাটা গলতে শুরু করলে ঘনঘন মিশ্রণটি নাড়াতে হবে। সতর্ক থাকবেন যেন মোম আবার জমাট বেঁধে না যায়

৪) মোম যখন পুরোপুরি গলে গেলে তাতে পছন্দ মতো সুগন্ধি তেল মিশিয়ে দিন। আবারও ভাল করে নাড়িয়ে নিতে হবে মিশ্রনটি। তেল যেন মোমের সঙ্গে ভাল ভাবে মিশে যায়।

৫) এ বার যে পাত্রে মোম ঢালবেন, সেই পাত্রে সলতে লাগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে একটি মোটা এবং বড় সুতো নিয়ে সুতোর একটি প্রান্ত কাচের পাত্রের ভিতরে বসিয়ে দিন, অন্য প্রান্তটি পাত্রের বাইরে বার করে রাখুন। এ বার গলানো মোম পাত্রে ‌ঢেলে দিন। মিনিট খানেকের মধ্যেই মোম জমে যাবে।

অন্য বিষয়গুলি:

Candles
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE