Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Jeans

Cleaning Tips: কয়েক বার ধুলেই নতুন জিন্‌স ফ্যাকাশে হয়ে যাচ্ছে? রং ধরে রাখবেন কী ভাবে

সাধ করে জিন্‌স কিনলেও দিন কয়েকের মধ্যেই ফ্যাকাশে হয়ে যায়। জেনে নিন কী ভাবে কাচলে বেশি দিন টিকবে সাধের ডেনিমের রং।

কী ভাবে কাচলে বার বার ব্যবহারের পরেও জিন‌্স থাকবে নতুনের মতো?

কী ভাবে কাচলে বার বার ব্যবহারের পরেও জিন‌্স থাকবে নতুনের মতো?

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২২ ২০:২১
Share: Save:

অফিসে হোক কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, কোথাও গেলেই পছন্দের তালিকায় শীর্ষে থাকে ডেনিম। আলমারিতে আর কোনও পোশাক থাকুক বা না থাকুক জিন্‌স কিন্তু থাকা চাই-ই-চাই! এই পোশাক আরামদায়ক। শার্ট হোক কিংবা কুর্তি, জিন্‌সের সঙ্গে যা-ই পরুন না কেন, সবই মানায়। তবে সাধ করে জিন্‌স কিনলেও দিন কয়েকের মধ্যেই ফ্যাকাশে হয়ে যায়। জেনে নিন কী ভাবে কাচলে বেশি দিন টিকবে সাধের ডেনিমের রং।

১) অনেকেরই অভ্যাস আছে জিন্‌সটা একই রেখে জামাটা বদলে বদলে পরার। বেশি বার জিন্‌স কাচলে রং ফ্যাকাশে হয়ে যাবে। তাই ঘুরিয়ে-ফিরিয়ে জিন্‌স পরুন। বেশি ঘন ঘন কাচবেন না। এতে বেশি দিন টিকবে।

২) জামাকাপড় বেশি নোংরা হলে অনেক সময়েই গরম জলে কাচা হয়। ডেনিমের ক্ষেত্রে কিন্তু সেই ভুল করবেন না। ডেনিম সব সময়ে ঠান্ডা জলে কাচুন। তা হলেই রং টিকবে।

৩) ডেনিম সব সময়ে উল্টো করে কাচুন। এতে রং ফিকে হবে না। ডেনিম হাতে ধুলেই ভাল। ওয়াশিং মেশিনে কাচলে খারাপ হবে তাড়াতাড়ি।

৪) ডেনিমের রং ধরে রাখতে কাচার সময়ে বালতির জলে মেশান কয়েক ফোঁটা ভিনিগার।

৫) কাচাকুচির পর জিন্‌স নিংড়াবেন না। বরং টানটান করে জল ঝরাতে মেলে দিন। খানিক ক্ষণ পর রোদে দিয়ে শুকিয়ে ফেলুন। রং টেকসই করে রাখতে উল্টো করে রোদে শুকাতে দিন।

অন্য বিষয়গুলি:

Jeans Cleaning Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE