ভাল ফুল পেতে চান বা ফল— উদ্যানপালকেরা বলেন, চারা সুস্থ, সবল, ভাল প্রজাতির হলে তবেই ভাল ফল মিলবে। কিন্তু নার্সারিতে একই রকম গাছ থাকে একাধিক। তার মধ্যে থেকে কোনটি ভাল বাছাই করবেন কী ভাবে?
১। একই রকম গাছ হাতে নিয়ে খুব কাছ থেকে লক্ষ করুন। পাতা যদি সবুজ, সতেজ থাকে, তা হলে বুঝতে হবে সেটি ঠিকই আছে। একই রকম গাছ দু-তিনটি দেখলে বুঝতে পারবেন পাতায় কোনও তফাত হচ্ছে কি না। হলুদ বা কুঁকড়ে যাওয়া পাতা থাকলে প্রথমেই বাদ দিন।
২। অনেকেই ফুল ফোটা গাছ পেলে কিনে নেন। এতে অবশ্যই গাছ থেকে ফুল ফোটানো পর্যন্ত যত্নের দরকার হয় না। কুঁড়ি যুক্ত গাছ পেলে সুবিধা হয়। কিন্তু নার্সারি ব্যবসায়িক উদ্দেশ্যে ফুল ফোটা গাছ নতুন করে টবে বসিয়ে বিক্রি করছে কি না, বোঝা যায় না। উদ্যানপালকেরা পরামর্শ দিচ্ছেন এর চেয়ে কুঁড়িযুক্ত গাছ নেওয়া ভাল।
৩। ভাল করে লক্ষ করে দেখুন, গাছটিকে ‘প্রুনিং’ বা কাটছাঁট করা হয়েছে কি না। অনেক সময় গাছে পোকার আক্রমণ হলে, পাতা শুকিয়ে বা হলুদ হয়ে গেলে এ ভাবে শুকিয়ে যাওয়া পাতা, ডালপালা ছেঁটেও সেটি বিক্রির জন্য রাখা হতে পারে।
৪। গাছে অনেক সময় পোকামাকড়ের আক্রমণ হয়, রোগও থাকে। সেগুলি চট করে বোঝা যায় না। তবে খুব কাছ থেকে পাতা, ডালপালা লক্ষ করলে তার চিহ্ন মিলতে পারে। পাতায় হালকা ছিটের মতো দাগ, ডালে বা কাণ্ডে কোনও অস্বাভাবিকত্ব থাকলে সেটি এড়িয়ে চলুন।
৫। নতুন ধরনের কোনও গাছ কিনতে চাইলে সে বিষয়ে পড়াশোনা থাকলে ঠকে যাওয়ার সম্ভবনা কম। যে গাছ কিনতে চাইছেন, সেটি কোন মরসুমের, কী ভাবে তার যত্ন করতে হয়, আদৌ তা বাগানে রাখলে বাঁচাতে পারবেন কি না, এ বিষয়ে যথাযথ জ্ঞান থাকলে সুবিধা হবে। পুরোটা যদি না-ও জানা থাকে, নার্সারির কর্মীদের থেকে ভাল ভেবে জেনে তবেই কেনার কথা ভাবুন।