গরমে স্বস্তির নিঃশ্বাস ফেলতে আপনার গন্তব্য হতেই পারে কাশ্মীর। প্রাকৃতিক সৌন্দর্যের বিচারে কাশ্মীরের কাছে যেন দেশ-বিদেশের সুন্দর শহরগুলিও ফ্যাকাশে দেখায়। হ্রদ, পাহাড়, উপত্যকা, ফল-ফুলের বাগান, সবুজ মাঠ, বার্চের বন, উইলো গাছ মিলেমিশে কাশ্মীর শুধু এ দেশেই কেন, গোটা পৃথিবীর ভ্রমণপ্রেমীদের জন্য অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় পর্যটন গন্তব্যস্থল। হাতে খুব বেশি সময় না থাকলে কাশ্মীরের গুলমার্গ থেকেই ঘুরে আসতে পারেন।
বরফ দেখার জন্য প্রতি বছর শীতের মরসুমে জম্মু ও কাশ্মীরের গুলমার্গে হাজির হন পর্যটকেরা। নৈসর্গিক দৃশ্যের পাশাপাশি স্কিয়িং-সহ বিভিন্ন খেলাধুলোরও ব্যবস্থা থাকে এখানে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে গুলমার্গে একটি ইগলু ক্যাফেও চালু হয়েছে। সে সবের টানেই শীতের গুলমার্গের আমেজ উপভোগ করতে ভিড় জমান পর্যটকেরা। তবে কেবল শীতেই নয়, গরমের দিনেও গুলমার্গ একই রকম মনোরম ও সুন্দর। হালকা বরফের সঙ্গে ফুলের সাজ এবং সবুজে ঢাকা গুলমার্গ দেখার সেরা সময় হল এপ্রিল থেকে মে মাস। গরমেও শীতের আমেজ উপভোগ করতে হলে ঘুরে আসুন এই ঠিকানা থেকে। জেনে নিন, গ্রীষ্মকালে গুলমার্গে যাওয়ার পরিকল্পনা করলে কোন পাঁচটি কাজ করতেই হবে।