হঠাৎ নাক থেকে রক্ত পড়তে দেখলে স্বাভাবিক ভাবেই ভয় পায় মানুষ। যদিও প্রেশার বেড়ে যাওয়া নাক থেকে রক্ত পড়ার সরাসরি কারণ নয়, তবু উচ্চ রক্তচাপ এর প্রবণতা বাড়ায়। জীবাণুর সংক্রমণ হোক বা অক্সিজেনের ঘাটতি— নাক থেকে রক্ত বেরতে পারে এমন নানা কারণেই। দেখে নিন, এমন হলে তা প্রতিরোধ করার ঘরোয়া কিছু উপায়। ছবি: শাটারস্টক।
নাক থেকে রক্ত পড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে রক্ত বন্ধ করা তারও আগে জরুরি। মেডিসিন বিশেষজ্ঞ শঙ্কর দাস জানালেন এমন কিছু উপায়ের কাথা। রক্ত বেরলেই নাকের উপর চেপে ধরুন কাপড়ে জড়ানো বরফ টুকরো। এর সঙ্গেই নাক দিয়ে টানুন ঠান্ডা জল। এতে নাকের মিউকাস পর্দা জল পাবে, রক্ত বন্ধ হবে। ছবি: শাটারস্টক।