Advertisement
২৪ সেপ্টেম্বর ২০২৪
Banana

বাজার থেকে কিনে আনা কলা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে? কী ভাবে রাখলে বেশ কয়েক দিন ভাল থাকবে?

কলা ঠিক ভাবে না রাখলে দ্রুত পচে যেতে পারে। কী ভাবে, কোথায় রাখলে তা বেশি দিন ভাল থাকবে ?

বাজার থেকে কিনে আনা কলা দু’দিনেই কালো হয়ে যাচ্ছে? কী ভাবে রাখবেন?

বাজার থেকে কিনে আনা কলা দু’দিনেই কালো হয়ে যাচ্ছে? কী ভাবে রাখবেন? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৩
Share: Save:

ভাল দেখে কাঁঠালি কলা কিনে এনেছিলেন বন্যা। ছেলেটা খেতে ভালবাসে। টিফিনে প্রতি দিন দিয়ে দিলে খাবার ঝক্কি কমবে একটু। কিন্তু দু’ দিন যেতে না যেতেই খোসা কালো হল, নরম হয়ে গেল কলা।

এমন সমস্যা সকলেই ভোগ করেন। কার পক্ষেই বা কাজ ফেলে নিত্য দিন টাটকা ফলের জন্য বাজারে যাওয়া সম্ভব! তার চেয়ে বরং জেনে নিন, কী ভাবে রাখলে কাঁঠালি হোক বা সিঙ্গাপুরি কলা, বেশি দিন ভাল থাকবে।

১. অন্য ফল বা সব্জির সঙ্গে সঙ্গে কলা মিশিয়ে দেবেন না। প্রতিটি ফল আলাদা করে রাখুন। আপেল ও টম্যাটো থেকে ইথিলিন গ্যাস বার হয়, যা কলা দ্রুত পাকিয়ে দেয়।

২. প্রতিটি কলা আলাদা করে নিন। এ বার উপরের অংশ বা বৃন্তটি অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে নিন। পুরো কলাটা মুড়ে নেওয়ার দরকার নেই। উপরের অংশটি ঢাকলেই চলবে। কারণ, কলা উপরের দিক থেকেই পচতে শুরু করে।

৩. ইথিলিন যৌগ দ্রুত গতিতে ফল পাকিয়ে দেয়। যে বৃন্তের মাধ্যমে কলা কাঁদিতে লেগে থাকে সেই অংশ থেকেই নির্গত হয় ইথিলিন গ্যাস।কোনও একটি জায়গায় রাখলে ইথিলিন গ্যাস বেশি পরিমাণে নির্গত হয়। বদলে, রান্নাঘরে বা ঘরের কোথাও দড়ি থেকে কলা ঝুলিয়ে রাখলে তা চট করে আরও পেকে যাবে না বা নষ্ট হবে না।

৪. ফ্রিজে অন্যান্য ফল ভাল থাকলেও, কলা সেই তালিকায় পড়ে না। তার চেয়ে শুকনো জায়গায়, ঘরের তাপমাত্রায় কলা রাখলে, চট করে শুকিয়ে যাবে না বা পচবে না।

৫. বাজার থেকে কেনার সময়ে সতর্ক থাকুন। নরম বা বেশি পাকা কলা কিনবেন না। একটু শক্ত দেখে কলা কিনলে তা তুলনায় বেশি দিন ভাল থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Banana
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE