Advertisement
০৫ নভেম্বর ২০২৪
nail polish

এই নিয়মগুলি মনে রাখুন, নখ থেকে চট করে উঠবে না নেলপলিশ

নখে রঞ্জনী লাগানোর আগে ও পরে কিছু টিপস মেনে চলুন। আপনার নখে, সাজে এবং মনে, সব জায়গাতেই রং বসত করবে।

নখে রঞ্জনী লাগানোর আগে ও পরে কিছু টিপস মনে রাখুন

নখে রঞ্জনী লাগানোর আগে ও পরে কিছু টিপস মনে রাখুন

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ ১৪:৪৩
Share: Save:

ম্যানিকিয়োরড আঙুলে নেলপলিশের পরশ সাজে আলাদা মাত্রা যোগ করে। কিন্তু সেই নেলপলিশ যখন ক’দিন পরে চাঙড়ের মতো খসে পড়ে, তখন সেই আঙুলের করুণ দশা ঢেকে রাখার মতোই হয়। কিছু অংশে নেলপলিশ আছে, কিছু অংশে নেই, নখের এরকম চেহারা সাজের দফারফা করে দেয়।

তাই, নখে রঞ্জনী লাগানোর আগে ও পরে কিছু টিপস মেনে চলুন। আপনার নখে, সাজে এবং মনে, সব জায়গাতেই রং বসত করবে।

ভিজে নখে রং নৈব নৈব চ:

নেলপলিশ পরার আগে ফাইল করা নখ খুব ভাল করে নখ মুছে নিন। পুরনো শেড নখে না থাকলেও রিমুভার দিয়ে নখ পরিষ্কার করুন। এতে নখের স্বাভাবিক তেল উঠে যাবে। এরপর সাবান দিয়ে হাত ধুয়ে ভাল করে মুছে নিন। এ বার আপনার নখ রঙিন হওয়ার জন্য প্রস্তুত।

আরও পড়ুন: হাতের কাছের এই সব উপকরণে সহজেই দূর করুন খুশকির সমস্যা

পুরনো শেড না থাকলেও রিমুভার দিয়ে নখ পরিষ্কার করুন

গুণমানের সঙ্গে আপস নয়:

ভাল ব্র্যান্ডের নেলপলিশ কিনুন। অনেকেই কুইক ড্রায়িং নেলপলিশ কেনেন। সে রকম না কেনাই ভাল। কারণ এই ধরনের নেলপলিশ শুকিয়ে গেলে দ্রুত উঠে যায়। তাই, নেলপলিশ শুকোনোর জন্য একটু সময় দিতেই হবে। এই ধরনের নেলপলিশ দীর্ঘস্থায়ী হয়।

একটি প্রলেপ পুরো শুকিয়ে গেলে তবেই পরবর্তী প্রলেপ দিন

সযত্নে প্রলেপ:

নখে নেলপলিশের প্রথম প্রলেপকে বলা হয় বেস কোট। এরপর আরও দু’বার বা তিনবার নেলপলিশ লাগানো যায়। তবে মনে রাখবেন প্রতি বার রঙের প্রলেপ লাগানোর পরে কিছুক্ষণ অপেক্ষা করা ভাল। একটি প্রলেপ পুরো শুকিয়ে গেলে তবেই পরবর্তী প্রলেপ দিন। সবার শেষে দিন টপ কোট। এই আস্তরণে আপনার নেলপলিশ মসৃণ হবে। চট করে নখ থেকে উঠবেও না। যখনই নেলপলিশ পরবেন, সবসময় শুরু করুন নখের মাঝখান থেকে। তারপর সন্তর্পণে পাশের অংশে রং লাগান।

যখনই নেলপলিশ পরবেন, সবসময় শুরু করুন নখের মাঝখান থেকে

নখের যত্ন নিন:

তবে শুধু নখ রাঙালেই হবে না। নেলপলিশ পরা নখের যত্নও নিতে হবে। চেষ্টা করবেন নখ ছোট রাখতে। তাতে ঘরে বাইরে কাজে সুবিধে হয়। বড় নখ দেখতে সুন্দর লাগলেও সমস্যা হয় কাজে। তা ছাড়া, নখ ভাঙার প্রবণতা থাকলেও বড় নখের শখ বর্জন করাই বাঞ্ছনীয়।

নখে রং বেশিদিন ধরে রাখতে হলে ভুলে যেতে হবে দাঁত দিয়ে নখ কাটার বদঅভ্যাস

পায়ের তুলনায় হাতের আঙুলের নখ থেকে নেলপলিশ দ্রুত উঠে যায়। তাই কাপড় কাচা, বাসন মাজার মতো জলের কাজ করার সময় সম্ভব হলে গ্লাভস পরুন। তাতে চট করে নখ থেকে রং উঠবে না। আর নখে রং বেশিদিন ধরে রাখতে হলে ভুলে যেতে হবে দাঁত দিয়ে নখ কাটার বদঅভ্যাস।

আরও পড়ুন: বাচ্চার উচ্চতা নিয়ে চিন্তিত? ডায়েটে রাখুন এই খাবারগুলি

এত সবকিছুর পরেও যদি নেলপলিশের পরত উঠে যায়, তা হলে টাচ আপ করতে যাবেন না। কারণ টাচ আপ কখনওই আসল শেডের সঙ্গে মেলে না। তাই একবার নেলপলিশ উঠতে শুরু করলে রিমুভার দিয়ে পুরোটা তুলে নখ পরিষ্কার করে আবার নখে রং লাগান। তবে হাত বা পায়ে লাগাতার নেলপলিশ লাগিয়ে রাখবেন না। মাঝে মাঝে নখকে বিশ্রাম দিন। নখ ভাল থাকবে।

এই নিয়মগুলো মনে রেখে নখকে রঞ্জিত করুন। সবার নজর থাকবে আপনার নখদর্পণেই।

(ছবি: শাটারস্টক)

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE