জিত আদানি (বাঁ দিকে) এবং দিবা জৈমিন শাহ। —ফাইল চিত্র।
এক বছর আগে ভারতীয়েরা দেখেছেন ধনকুবেরের ছেলের বিয়ে কেমন হয়! মুকেশ অম্বানী তাঁর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানীর বিয়েতে বলিউড তো বটেই, হলিউড থেকেও তারকাদের নিয়ে এসেছিলেন। তাঁর আমন্ত্রণ রক্ষা করতে ভারতে এসেছিলেন বিশ্বের প্রোথিতযশা ধনীরা। অনন্ত এবং তাঁর স্ত্রী রাধিকা মার্চেন্টের সেই বিয়ে হয়েছিলও নানা পর্বে। কোনওটি বিদেশে, কোনওটি ক্রুজ়ে, কোনওটি গুজরাতের জামনগরে আবার কোনওটি খাস মুম্বইয়ে। ২০২৪ সালে গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রে থাকা সেই বিয়ের এক বছর পরে গাঁটছড়া বাঁধতে চলেছেন ভারতের আরও এক ধনকুবেরের সন্তান। গৌতম আদানির পুত্র জীত আদানি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, সেই বিয়েতেও কি ততটাই জাঁকজমক হবে না? ধনী তালিকায় এক সময়ে অম্বানীদেরও পিছনে ফেলে দেওয়া আদানিরা কি ছেলের বিয়ের আড়ম্বরে অম্বানীদের টেক্কা দিতে চাইবে না?
অতিথি তালিকা নিয়ে জল্পনা
আগামী ৭ ফেব্রুয়ারি আদানির কনিষ্ঠ পুত্রের বিয়ে। জীত এবং তাঁর হবু স্ত্রী দিবা জৈমিন শাহের বিয়ের তারিখ গত ২১ জানুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভ দর্শনের পর ঘোষণা করেন আদানি। তার পর থেকেই বিয়ে নিয়ে নানা রকম জল্পনা শুরু হয়েছে। অনেকে এমনও বলতে শুরু করেছেন জীতের বিয়েতে তারকাদের মেলা নয়, মহাকুম্ভ হবে। কেউ বলছেন পোপ এবং ব্রিটেনের রাজা চার্লস আসবেন আদানি-পুত্রের বিয়েতে। কেউ বলছেন অম্বানীদের বিয়েতে আসা জাস্টিন বিবার, কার্দাশিয়ান বোনেরা তো আসবেনই তা ছাড়া হলিউডের ড্যানিয়েল ক্রেগ, টেলর সুইফ্ট, কোল্ডপ্লে, বিলি ইলিস, কেনি ওয়েস্টের মতো তারকারাও আসবেন। ইলন মাস্ক, বিল গেটস, মার্ক জ়াকারবার্গ, সুন্দর পিচাই, সত্য নাদেলাও আসবেন বলে দাবি করেছেন অনেকে। সেই সব জল্পনা কি সত্যি! আদানিদের কথা শুনে মনে হচ্ছে ওই জল্পনায় কল্পনার জলই বেশি।
আদানিরা কী বলছেন?
তারকাদের ওই মহাকুম্ভ প্রসঙ্গে ধনকুবের গৌতমকে প্রশ্ন করা হলে তিনি অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, মোটেই কোনও তারকাদের মহাকুম্ভ হচ্ছে না তাঁর কনিষ্ঠ পুত্রের বিয়েতে। তবে কেমন হবে বিয়ে? আদানি বলেছেন, ‘‘আমরা একেবারে সাধারণ মানুষের মতোই। বিয়েও সে রকমই হবে। আর পাঁচ জন বাবা-মা যেমন সন্তানের বিয়ের আগে গঙ্গার আশীর্বাদ নেন, আমরাও প্রয়াগরাজে গিয়েছিলাম আশীর্বাদ নিতে। জীতের বিয়েতে কোনও আড়ম্বর হবে না। ঐতিহ্য মেনে সাধারণ ভাবে বিয়ে হবে।’’
কোথায় বিয়ে, ক’জন অতিথি?
অম্বানীদের মতোই আদানির কনিষ্ঠ পুত্রের বিয়ের আসরও গুজরাতেই বসতে চলেছে। তবে জামনগরে নয়, অহমদাবাদে। ৭ তারিখ বিয়ে। তবে প্রাক্-বিবাহ উদ্যাপন অনুষ্ঠান শুরু হয়ে যাবে ৫ ফেব্রুয়ারি থেকেই। অহমদাবাদেই আদানিদের বসতবাড়ি। বিস্তৃত এলাকা জুড়ে তৈরি সেই বাড়ি। বাইরে রয়েছে গাছপালায় ঘেরা বিস্তৃত বাগান। সব মিলিয়ে প্রায় চার থেকে সাড়ে চার একর জায়গা। অনুমান, জিতের বিয়ের আসর বসতে চলেছে সেখানেই। সব মিলিয়ে ৩০০ জন অতিথি আসার কথা বিয়েতে। যদিও আদানিদের তরফে ওই সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি।
বাগদান হয়েছিল দু’বছর আগে
প্রায় দু’ বছর আগে ২০২৩ সালের মার্চ মাসে জীত এবং দিবার বাগ্দান পর্ব হয়েছিল। মাঝের দু’বছরে আদানিদের সঙ্গে অনেক কিছুই ঘটে গিয়েছে। তার মধ্যে একটি অবশ্যই হিন্ডেনবুর্গ রিসার্চের রিপোর্ট, যার জেরে এক ধাক্কায় অনেকটাই পড়ে যায় আদানিদের শেয়ারদর। প্রভাব পড়ে আদানি সাম্রাজ্যেও। পরে অবশ্য সেই হিন্ডেনবুর্গ রিসার্চের রিপোর্ট নিয়েও প্রশ্ন ওঠে। এর মধ্যেই গত সপ্তাহে কনিষ্ঠ পুত্র জীতের বিয়ের ঘোষণা করেন আদানি।
পাত্র-পাত্রীর পরিচয়
আদানি গোষ্ঠীর প্রধান গৌতমের কনিষ্ঠ পুত্র জীতের বয়স ২৭। তিনি আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ সংস্থা আদানি এয়ারপোর্টের অধিকর্তা। যে সংস্থা ভারতের ৬টি বিমানবন্দর নিয়ন্ত্রণ করে। জীত পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রযুক্তি এবং স্থপতি বিদ্যায় স্নাতক এবং তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের তথ্য অনুযায়ী বিমানচালনাও শিখছেন। জীতের হবু স্ত্রী দিবা হিরের ব্যবসায়ী জৈমিন শাহের কন্যা। বাণিজ্যের দুনিয়ায় জৈমিন বড় নাম হলেও তাঁর পরিবার অন্তরালে থাকতেই পছন্দ করে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy