Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Interior decoration

একঘেয়েমি কাটাতে পারে একটি রঙিন কার্পেট

সহজ। ঘরের রূপ বদলের পাশাপাশি, এই হাল্কা ঠান্ডা আবহে মেঝেতে হাঁটাচলাও সুবিধেজনক করে দেবে গৃহসজ্জার এই আনুষঙ্গিক।

ঘরের চেহারা বদলে দেবে সুন্দর এই কার্পেট।

ঘরের চেহারা বদলে দেবে সুন্দর এই কার্পেট। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৯:৫৪
Share: Save:

বাড়ি থেকে কাজ করার মেয়াদ যত বেড়ে চলেছে, ততই গৃহসজ্জার দিকেও মন দেওয়ার প্রয়োজন পড়ছে। কেউ কখনও পর্দা বদলাচ্ছেন, তো কেউ নতুন গাছ লাগাচ্ছেন। কেউ বা আবার নতুন একটা ফ্ল্যাটই কিনে ফেলার জন্য অস্থির হয়ে উঠেছেন। মাঝেমাঝে অন্দরসজ্জা না বদলালে তেমনটা তো লাগতেই পারে।
তবে একটা সহজ উপায় আছে।
ঘরের একঘেয়ে সাজ থেকে মুক্তি পেতে এই শীতের মরসুমে ব্যবহার করা যায় নিত্য-নতুন কার্পেট। ভারী কিছু নয়। হাল্কা কাপড়, কিংবা চটের জিনিস ব্যবহার করলেই হল। তা হলে তা পরিষ্কার করতে কোনও সমস্যা হবে না। আবার কিছু দিন অন্তর বদলে ফেলাও বেশ সহজ। ঘরের রূপ বদলের পাশাপাশি, এই হাল্কা ঠান্ডা আবহে মেঝেতে হাঁটাচলাও সুবিধেজনক করে দেবে গৃহসজ্জার এই আনুষঙ্গিক।
কাজের ফাঁকে অনলাইন কেনাকাটার যে কোনও সাইটে গেলেই দেখা মিলবে হরেক আকার এবং রঙের এই কার্পেটের। একসঙ্গে অনেক রঙের সুতোয় বোনা তেমন কোনও ছোট্ট একটি কার্পেটও একেবারে বদলে দিতে পারে ঘরের মেজাজটা। নিজের কাজের জায়গার কাছে তেমন সন্দর কিছু থাকলে, মনটাও ভাল থাকবে!

অন্য বিষয়গুলি:

Home Decor Carpet Interior decoration
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE