আইবল এক্সেলেন্স কম্পবুক। এক্সেমপ্লেয়ার কম্পবুকের সঙ্গেই এটি বাজারে এনেছিল আইবল।<br> উইন্ডোজ ১০ ল্যাপটপগুলির মধ্যে এটি বেশ সস্তা। এতে রয়েছে ১১.৬ ইঞ্চির এইচডি<br> কোয়ালিটির ডিসপ্লে। ইন্টেল অ্যাটম জেড৩৭৩৫এফ কোয়াড-কোর প্রসেসর ছাড়াও<br> এতে রয়েছে ২ জিবি র্যাম। যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। দাম ৯,৯৯৯ টাকা।
এসার ওয়ান ১০ এস১০০২-১৫এক্সআর। অন্যান্য ল্যাপটপের তুলনায় এটিতে রয়েছে রোটেশনাল ডিসপ্লে।<br> তবে এটিতে উইন্ডোজ ৮.১ ওএস রয়েছে। তবে তা উইন্ডোজ ১০-এ আপগ্রেড করা যাবে।<br> এতে রয়েছে ১০.১ ইঞ্চির ডব্লিউএক্সজিএ ডিসপ্লে। ইন্টেল অ্যাটম জেড৩৭৩৫এফ কোয়াড-কোর<br> প্রসেসর-সহ এই ল্যাপটপে রয়েছে ২ জিবি র্যাম। এর দাম ১৪,৯৯০ টাকা।
ভারতীয় বাজারে মাইক্রোম্যাক্সের আর একটি ল্যাপটপ ক্যানভাস এল১১৬১ ল্যাপবুক।<br> এতে উইন্ডোজ ১০ ওএস-সহ ১১.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে। ইন্টেল অ্যাটম<br> কোয়াড-কোর প্রসেসর-সহ এই ল্যাপটপের র্যাম ২ জিবি-র। তা ছাড়া, ৩২ জিবি<br> ইনবিল্ট স্টোরেজ ছাড়াও এতে রয়েছে মাইক্রোএসডি কার্ডের সুবিধা। দাম ১৩,৯৯৯ টাকা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy