ম্যাকডোনাল্ডসের ‘সি’ হরফটা ছোট হাতের কেন লেখা হয় জানেন?
কখনও দেখেছেন কি, ম্যাকডোনাল্ডের ‘সি’ হরফটা সবসময় ছোট হাতের লেখা হয়, ঠিক এই রকম ‘McDonald’s। ভেবে দেখেছেন কখনও এটা কেন হয়?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ১৫:১২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৭
বার্গার এবং মুচমুচে ফ্রাই খেতে প্রায়শই ঢুঁ মারেন ম্যাকডোনাল্ডসের। কখনও দেখেছেন কি, ম্যাকডোনাল্ডের ‘সি’ হরফটা সবসময় ছোট হাতের লেখা হয়, ঠিক এই রকম ‘McDonald’s। ভেবে দেখেছেন কখনও এটা কেন হয়?
০২০৭
ভাল করে নজর করলে দেখবেন ম্যাকডোনাল্ডসের ‘সি’ হরফ সবসময় ছোট হাতের হয়।
০৩০৭
শুধু ম্যাকডোনাল্ড নয়, ম্যাকগ্রা ‘McGrath’, ম্যাকডাওয়েলস ‘McDowell’s, ম্যাক সংক্রান্ত যে কোনও নামের বানানেই ওই একই নিয়ম প্রযোজ্য।
০৪০৭
আরও খেয়াল করলে দেখবেন, ম্যাক এবং ডোনাল্ডের মাঝে কিন্তু কোনও ‘স্পেস’ নেই। “Mc Donald’s” নয়, বরং লেখা হয় এই ভাবে “Mcdonald’s”।
০৫০৭
ম্যাক ‘Mac’ কেই ছোট করে এমসি ‘Mc’ লেখা হয়। এই ম্যাকের মানে হল ছেলে। কারও ছেলে বোঝাতে এই শব্দটা ব্যবহার করা হয়। আগে পুরো ম্যাক ‘Mac’ শব্দটাই লেখা হত। এখন সেটা ছোট করে ‘Mc’ লেখা হয়।
০৬০৭
যখন বলা হয় ম্যাকডোনাল্ড ‘McDonald’s, এর মানে ডোনাল্ডের ছেলে। যেহেতু ডোনাল্ডস কথাটা নাম হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই ‘ডি’ হরফটা বড় হাতের লেখা হয়।
০৭০৭
তবে সব ক্ষেত্রে এটা ঠিক নয়। যেমন ‘McMaster’ -এ ‘Mc’ শব্দটা কারওর বাবার পেশা বোঝায়। যেমন, ‘John McMaster’ হল এমন কারও ছেলে যাঁর বাবা পেশায় একজন শিক্ষক।