Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
App Scam Alert

ভুয়ো অ্যাপ ইনস্টল করলেই বিপদ? কোনটি আসল আর কোনটি নকল চিনবেন কী উপায়ে?

ভুয়ো অ্যাপ ডাউনলোড করে ফেললেই আপনার ফোন বা ডিভাইসের নিয়ন্ত্রণ অন্যের কব্জায় চলে যেতে পারে। তার পর কখন যে আপনার ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যাবে বুঝতেও পারবেন না।

These are the ways to identify fake apps

অ্যাপ ডাউনলোডের আগে ভাল করে যাচাই করে নেন তো? কী ভাবে চিনবেন ভুয়ো অ্যাপ? প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১২:১০
Share: Save:

ইন্টারনেট, গুগ্‌ল প্লে স্টোর, অ্যাপল প্লে স্টোরে এখন ভুয়ো অ্যাপের ছড়াছড়ি। ভুল করেও যদি এমন ভুয়ো অ্যাপ ফোনে বা কোনও ডিভাইসে ইনস্টল করে ফেলেন, তা হলেই সর্বনাশ। এমন অনেক ভুয়ো অ্যাপ নেটমাধ্যমে ছড়িয়ে রয়েছে যেগুলি একঝলক দেখলে বোঝার উপায় নেই যে আসল না নকল। আর সেই সব অ্যাপের মাধ্যমেই ক্ষতিকর ম্যালঅয়্যার ছড়িয়ে দিচ্ছে হ্যাকারেরা। না বুঝে এমন কোনও অ্যাপ ডাউনলোড করে ফেললেই আপনার ফোন বা ডিভাইসের নিয়ন্ত্রণ অন্যের কব্জায় চলে যেতে পারে। তার পর কখন যে আপনার ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যাবে বুঝতেও পারবেন না। তাই নতুন কোনও অ্যাপ ইনস্টল করার আগে কিছু জিনিস খেয়াল করতেই হবে।

নতুন অ্যাপ ডাউনলোডের আগে কী কী দেখে নেবেন?

১) সবচেয়ে আগে দেখতে হবে অ্যাপটির উৎস কী। অর্থাৎ ডেভেলপারের নাম, তৈরির সময়, আর কী কী ফিচার রয়েছে। অনেক সময়ে একই নামে একাধিক অ্যাপ থাকে প্লে স্টোরে। সে ক্ষেত্রে দেখে নিতে হবে গ্রাহকেরা কী মতামত দিচ্ছেন, কত বার অ্যাপটি ইনস্টল করা হয়েছে, কোনও আপত্তিকর ছবি বা ভিডিয়োর লিঙ্ক এর সঙ্গে রয়েছে কি না।

২) অ্যাপটি ইনস্টল করার সময়ে যদি দেখেন আপনার ফোনের অডিয়ো, ভিডিয়ো, ক্যামেরা, লোকেশন ও আরও কিছু ব্যক্তিগত তথ্যের অনুমতি চাইছে, তা হলেই সতর্ক হতে হবে। এমন অ্যাপ ভুলেও ডাউনলোড করবেন না।

৩) হয়তো নতুন কোনও অ্যাপ ডাউনলোড করেছেন, তার পরেই খেয়াল করছেন ফোনের চার্জ ঘন ঘন শেষ হয়ে যাচ্ছে। ফোন সম্পূর্ণ চার্জ দেওয়ার পরেও দেখলেন কিছু ক্ষণের মধ্যে চার্জ ফুরিয়ে গেল। এটি ম্যালঅয়্যার ভাইরাসের লক্ষণ। ফোন মাঝেমধ্যেই বন্ধ হয়ে যাবে। ফোনের অ্যাপ্লিকেশনগুলি খুলতে অনেক সময় লাগবে। ইন্টারনেট বেশি খরচ হবে। এমন হলে সঙ্গে সঙ্গে অ্যাপটি ‘আনইনস্টল’ করে দেবেন।

৪) কোনও অ্যাপ ইনস্টল করলেই আগে অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে নেবেন। যদি ভুয়ো অ্যাপ হয় বা তাতে ভাইরাস থাকে, তা হলে অ্যান্টিভাইরাস সফ্‌টঅয়্যার তা চিহ্নিত করতে পারবে।

৫) অ্যাপ ইনস্টল করার আগে দেখে নেবেন সেটি ঠিক কবে প্লে স্টোরে বা নেটমাধ্যমে আপলোড করা হয়েছে। যদি দেখেন খুব সম্প্রতি অ্যাপটি আপলোড করা হয়েছে এবং খুব কম সময়ের মধ্যে অ্যাপটি অনেকে ডাউনলোড করছেন, তা হলে সাবধান হয়ে যান। বুঝতে হবে অ্যাপটি ভুয়ো। আসল অ্যাপ বহু বার আপডেট করা হয়। তাই কখনওই একটি নির্দিষ্ট সময় বা দিন দেখায় না।

৬) অ্যাপের ডেসক্রিপশন পড়ুন। যদি সেখানে অসম্পূর্ণ বাক্য, ভুল বানান ও ব্যাকরণে লেখা থাকে এবং অ্যাপটির উৎস নিয়ে বিস্তারিত বিবরণ না থাকে, তা হলে সতর্ক হতে হবে।

৭) ফোনে নতুন কোনও অ্যাপ ইনস্টল করলে সব সময়ে গুগ্‌ল প্লে স্টোরে গিয়ে স্ক্যান করে নেবেন। আর সেই অ্যাপ যদি অপ্রয়োজনীয় কিছু বিষয়ে অনুমতি চায়, যেমন আপনার আধার কার্ডের তথ্য বা ব্যাঙ্কের নথি অথবা ডেবিট বা ক্রেডিট কার্ড বিষয়ক তথ্য, তা হলে বুঝতে হবে অ্যাপটি ভুয়ো।

অন্য বিষয়গুলি:

Mobile App Technology Technology Tips cyber security tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy